কি করে ভুলবো সেদিনের কথা!
যেদিন আমাদের তরুনেরা
বুকের তাজা রক্ত দিয়ে করেছিল সাক্ষর,
রেখে গেছে ইতিহাসে অমর অক্ষয়
এক স্মৃতির তাজমহল!
সেদিন সালাম,রফিক,বরকত
আরো নাম না-জানা কত
তরুণের লালখুনে
রাঙা হয়েছিল রাজপথ।
মুখে মায়ের মুখের বুলিকে
দেয়নি হতে তারা লাঞ্চিত
তাইতো দামালেরা ছুটে বেরিয়েছিল রাস্তায়।
মিছিলে ফেস্টুনে একাকার রাজপথ!
মুখে মায়ের বুলির মুক্তির দাবী।
আর তখনই ছুটে আসে
এক ঝাঁক বুলেট বৃষ্টির মত
মুখ থুবড়ে পড়ে তরুনের দুপ্ত প্রান।
স্তব্ধ হয়ে যায় শ্লোগান,
রক্তে ভেসে যায় ফেস্টুন।
কিন্তু স্তব্ধ করতে পারেনি তারা।
মুক্তি পেলো মায়ের বুলি
কেটি মানুষের প্রানে অক্ষয় হয়ে রইলো
রক্ত-সাক্ষর আটই ফাল্গুন!
কি করে ভুলবো তোমায়
ভুলিনি আমরা,কোনদিন ভুলবনা
ইনশাআল্লাহ।।
---RabAh ✍️
--- সাল--১৯৯২ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



