পারে কেমনে ?
কোন মানুষ শা*তীমে রাসূল হতে!
আর নিশ্চুপ হয়ে থাকে শা*তীমের কথাতে?
সারা বিশ্বের বানানো তালিকা মতে
পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি।
যাকে না বানালে এ-ই দুনিয়াতে
দুনিয়ায় সৃষ্টি হতোনা যেখানে।
সমস্ত মানুষের কল্যানকামী;
ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের জন্য
রহমাতুল্লিল আলামীন যিনি।
বড়ই গর্ব! উচ্চমার্গীয় জ্ঞান নিয়ে করে যারা
নিজ অস্তিত্ব, অতীত,ভবিষ্যৎ,
শেষ পরিনতি নিয়ে জ্ঞান-অর্জন,দুরে থাক;
নুন্যতম চিন্তা- ভাবনা করেছে তারা?
চিন্তাশীল মানুষের জন্য তার চারিপাশে
অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে।
যা দেখে সে পারে পেতে সঠিক পথের দিশা
কেটে যেতে পারে অজ্ঞানতার ঘোর অমানিশা।
যুগে যুগে পেয়েছেও যারা করেছে তালাশ
সেই-জ্ঞান না খুঁজো যদি হবে কার? ক্ষতি! সর্বনাশ!
মানুষ সকলেই বুদ্ধিমান, বিচক্ষন মনে করে নিজেকে
আর বুদ্ধিমানের জন্য ইশারায় কাফি বলে লোকে।
_______________
কোরআন মজিদে আল্লাহতায়ালা ইরশাদ করেন : ‘তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল, তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে সহ্য করা দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। (সুরা : তাওবাহ : ১২৮)
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে।’ সাহাবিরা বললেন, আমরা কি আপনার ভাই নই? রাসুল (সা.) বললেন, ‘তোমরা তো আমার সাহাবি তথা সঙ্গী। আমার ভাই হলো, যারা আমার ওপর ইমান আনবে; কিন্তু আমাকে দেখবে না।’
(মুসনাদে আহমাদ, হাদিস : ১২৭১৮)
আরেক হাদিসে হজরত আবু মুহাইরিয থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আবু জুমুআ নামক এক সাহাবিকে বললাম, আপনি অনুগ্রহপূর্বক আমাদের একটি হাদিস শোনান, যা আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন।
তিনি বললেন, আমি তোমাদের খুব সুন্দর একটি হাদিস শোনাচ্ছি। একদিন সকালে আমরা নবীজির কাছে ছিলাম। আমাদের সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ ছিলেন। তিনি বললেন, আমাদের থেকে আর উত্তম কেউ কি আছে? আমরা আপনার সঙ্গে ইসলাম গ্রহণ করেছি, আপনার সঙ্গে জিহাদে অংশ নিয়েছি।
নবীজি বললেন, হ্যাঁ, (তোমাদের থেকে উত্তম) সেই সম্প্রদায়, যারা তোমাদের পরে আসবে এব্যং তারা আমাকে না দেখেও আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। ( মুসনাদে আহমাদ, ৭৫)
------RabAh✍️
---২৮শে--ফেব্রুয়ারী--২০২৫ইং
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৫ সকাল ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



