ঢিল দিলে হাতের মুঠোয়
ধরে রাখা বেলুন যেমন
হাত ফসকে যায় বেরিয়ে
দ্বীনের রজ্জুকে শক্ত করে
আঁকড়ে না ধরলে হেদায়েতও
তেমনি যায় হারিয়ে।
একদিন হেদায়েত হয়ে যাবো
সবকিছু ছেড়ে ছুড়ে দেবো।
বলে অনেকে
সময় পাবে কি? না পাবে
জানে কে?
আজই এই মূহুর্ত থেকে
তোমার রবের দিকে
ফিরে যদি আসো! তবে
ক্ষতি কি?
ফের যদি ভুলে গিয়ে ভুল হয়;
ত*ওবার দরজা খোলা রবে
মৃত্যুর নির্ধারিত সময়
বলো কেউ জানে কি?
___________________
** পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ‘আর তোমরা সবাই আল্লাহর র*জ্জুকে দৃঢ়*ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিভ*ক্ত হয়ো না।
আল্লাহর রজ্জু কোনটি?
আল্লাহর র*জ্জু বলতে পবিত্র কোরআনকে বুঝানো হয়েছে। আবার আল্লামা সুয়ূতী (রহ.) বলেন, আল্লাহর রজ্জু দ্বারা দীন-ইসলামকে বুঝানো হয়েছে। মোটকথা হাবলুন তথা আল্লাহর রজ্জু দ্বারা কোরআন বা দীন-ইসলাম যাই বুঝানো হোক।
**তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জা*ন্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তা*কীদের জন্য তৈরী করা হয়েছে।
(সুরা আল ইমরান :১৩৩)
** ইয়াহইয়া ইবনু আইউব, কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অন্ধকার রাতের মত ফি*তনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কা*ফির হয়ে যাবে। বিকালে মু*মিন হলে সকালে কা*ফির হয়ে যাবে। দুনি*য়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে বসবে।
------RabAh ✍️
--- ৪ঠা--এপ্রিল --২০২৫ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



