ছবিঃ গুগল
সাকুলেণ্ট গুলোর গরমের মধ্যে বাস করতে করতে
প্রত্যেকদিন শীতের স্বপ্ন;
আরেকটা শীতের দিন না আসা পর্যন্ত
টবের পানি শুকায় শুধু শুধু
চোখ ছল ছল সুখে থাকো ভালো থাকো সব,
এ জীবন মায়াজাল।
এই ষড় ঋতুর দেশে শূন্য ডিগ্রি তাপমাত্রা
কখনো কি হবে না?
এক সাথে শত শত জোসনা দেখতে কেমন?
উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম
পূর্ণিমা অমাবস্যা
জোয়ার ভাটার টান ব্যাপারটা?
কখনো কি স্বাধীন পাখির মত মুক্ত উড়তে পারে মানুষ?
কখনো কি জানতে পারে তারা
তাদের জীবন মানেই একেকটা কারাগার?
টিকটিক টিকটিক ঘড়ির কাঁটায়
চলতে থাকা বয়স!
জানালা দিয়ে রোদ আসে ভেতরে
ভারী পর্দার আবরনে ঢাকা ইচ্ছে গুলো।
মানুষ প্রকৃতি থেকে কোথায় পালাবে
সব চেষ্টা ব্যর্থ একেকটি জীবনের অন্তিমে।
তবু প্রকৃতি না ভালবাসা ইট কাঠ পাথরের দেয়াল
অদ্ভুত মরীচিকায় আক্রান্ত স্বপ্নিল আকাশ।
নিশ্চুপ রাত শুধু কথা বলে একা।
দেয়ালে দেয়ালে সাদা রঙ
সাদা রঙ দেয়ালের ওপাশে
আচ্ছা তুমি
জেগে আছো কি?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৩