somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ ইলিশ মাছ

২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ নেট

রাতে সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে জুলেখার স্বামী জুলেখার মাথার মধ্যে সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি বসিয়ে দেয় দু'চারটা, ব্যথায় যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে দেখতে অনেকক্ষণ একভাবে পড়ে থাকে জুলেখা, অতিরিক্ত ব্যথার সাথে সাথে যোগ হয় লজ্জা অপমান, ক্ষণিক সময়ের জন্য মরে যেতেও ইচ্ছা হয় স্কাউন্ড্রেলটার জন্য।
তার কিছু সময় পর অন্য সব মায়ের মতন ছোট ছোট বাচ্চাদের তার মৃত্যুর পর কি হবে না হবে,এই চিন্তায় ভয়ে আতঙ্কে অসাড় হয়ে একভাবে পড়ে থাকেন একাকী।
জীবন এইখানে যন্ত্রণাদায়ক নিষ্ঠুর নির্দয় চোখের জল ফেলতে ফেলতে গভীর দীর্ঘশ্বাসের সাথে স্মরণ করে সে কথা।
বাংলাদেশের আট দশটা অসহায় মেয়েদের মতন জুলেখার বাবার বাড়িতে তার জন্য কোন জায়গা নেই, বাড়িতে এমনিতে গেলেই ভাইয়ের বউদের বাঁকা চোখের দৃষ্টি সহ্য করতে হয় যতক্ষন থাকে, ঘণ্টাখানেকের একটু বেশি সময় বসলেই তারা বলে, জুলেখা যাবা কখন? দুপুরের ভাত কি খেয়ে যেতে চাও? এই ধরনের কথা শুনতে অনভ্যস্ত জুলেখা।

ওদের বাড়িতে এক সময় প্রতি বেলায় বাড়ির লোকজনের সাথে সাথে দশ বারো জন বাড়তি মানুষের জন্য রান্না হতো প্রত্যেক বেলায়।
সেই দশ বারো জন বাড়তি মানুষ জুটেও যেতো খাওয়ার জন্য।

তারপর দেখতে দেখতে জুলেখার বাপের বাড়ির পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে গেলো খুব খারাপ ভাবেই। বাবা মারা গেলো, মাও অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলো, ভাইয়েরা বিয়ে করে আলাদা আলাদা থাকা শুরু করলো।

জুলেখা লজ্জিত মুখে মাথা নিচু করে অভুক্ত বাচ্চাদের হাত ধরে তাড়াতাড়ি মাকে জড়িয়ে ধরে, চোখের পানি আড়াল করে বেরিয়ে আসে অন্য মানুষের মত যে ঘর এক সময় তার ও ঘর ছিল; যেখানে জন্মের পর থেকে বিয়ের দিন পর্যন্ত সে নিজের বাড়ি মনে করতো, সেই ঘর সেই বাড়িতে এখন সে অন্য বাড়ির লোকের মতন বাইরের ঘর থেকে অনায়াসে বিদায় নিয়ে চলে আসে বাধ্যতামূলক ভাবে।

প্রত্যেকবার স্বামীর হাতে মার খাওয়ার পর এই রকম নানান গভীর চিন্তা ভাবনা শেষে নিজ বাচ্চাদের বাবা হীন অনিশ্চিত জীবনের থেকে; এইসব মেনে নিয়ে চোখ মুখ বুঁজে সহ্য করাটাই তুলনামূলক সহজ মনে হয় জুলেখার কাছে।
গত আট বছরে বিয়ের পর থেকে এই হয়ে আসছে  জীবনে, এ থেকে পরিত্রাণের কোন পথ ও পায় না; কোনোদিন পাবেও না; কারন এসব থেকে বের হতে যে বুদ্ধি আর সাহস ও অর্থনৈতিক অবস্থা কিংবা কাছের মানুষদের যে সামাজিক অর্থনৈতিক মানসিক সাপোর্ট  লাগে তার কিছুই তার নেই।

এইসব ভেবে ভেবে কেঁদে কেটে অন্য সব বারের মতন দীর্ঘ রাত শেষে আবার সকাল হয়; সূর্যের আলো ছড়িয়ে পড়ে বারান্দায়, জানালার পর্দায়, গাছের পাতায়। 
সব কিছু একদম স্বাভাবিক জুলেখার স্বামীর ব্যবহারেও, আগের রাতে যেন কিছুই হয়নি। এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে জুলেখা। ওর ফোলা চোখ; কালচে জমাট বাঁধা রক্ত ঠোঁটের কোনে, নীলচে হয়ে ফুলে থাকা কপাল; কোন কিছুই যেন চোখে পড়েনা স্বামীর চোখে,তাকে দেখে মনে হচ্ছে কত ভালো মনের ভালোবাসা পূর্ণ স্বামী; আদর্শ পিতা।

কিছুক্ষণ আগে সে বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে এনেছে, হাসতে হাসতে বলছে পুরো তিন হাজার টাকার বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছ সে কিনেছে। ছেলেমেয়ে দুটো খুশিতে হইহই করতে থাকে অত বড় ইলিশ মাছ দেখে।
জুলেখা চোখের জল ফেলতে ফেলতে মাথা ব্যথায় কুঁকড়ে যেতে যেতে মন দিয়ে মাছটি কেঁটে ধুয়ে ভেজে স্বামী সন্তানদের খেতে দেয়। খেতে খেতে ছেলে মেয়ে ও তার স্বামী আনন্দময় গলায় নানারকম গল্প করে। সেসব শুনতে শুনতে জুলেখা হাসে, সেই হাসি সব সময়ের মতোই বড্ড করুন বড্ড বেদনার।

জুলেখার স্বামী কাছেই একটা কারখানায় চাকরি করে সেখানে যাবার উদ্দেশ্যে বের হতে হতে জুলেখাকে ডেকে জিজ্ঞেস করে
-ইলিশ মাছ আছে না?
-আছে, মাথা নিচু করে জানায় জুলেখা; ইতিমধ্যে স্বামীর লাঞ্চ বক্সে দুই টুকরো ভাজা ইলিশ দিয়ে দিয়েছে,
-লাঞ্চে ইলিশ মাছ দুই পিচ বেশি দিয়ে দিও খুশি খুশি গলায় বলে সে,
কেন শব্দটা বলতে চেয়েও কথা বাড়ালো না। একটা বিবেকহীন পুরুষের সাথে কথা বলার প্রয়োজন মনে করলো না ও।
এর ভেতর সব ইলিশ ভাজা খাওয়া শেষ করেছে তারা, এক টুকরো জুলেখা ছোট ছেলেটার জন্য রেখেছিল সেটাই লাঞ্চ বক্সে দিয়ে দেয়। বাটির শেষ মাছের টুকরোটা পর্যন্ত তুলে দিয়েছে জুলেখা, ও খেয়েছে কিনা সেটা জানার প্রয়োজন বোধ করে না তবু।

মেইনরোডে এসে জুলেখার স্বামী দেখে রাস্তায় আন্দোলন চলছে কোন কিছুর কারনে; গাড়ি ভাঙচুর করছে কিছু উঠতি বয়সী ছেলেরা, মোটা ভারী রড হাতে বাসস্ট্যান্ডের দিকেও ৬-৭ জন দৌড়ে এগিয়ে আসতে আসতে ভারি ভারি রড দিয়ে বারি টারি দিয়ে এটা ওটা হাতের কাছে যাই পাচ্ছে ধ্বংস করতেছে সমানে, হঠাৎ আক্রমণে জুলেখার স্বামী অন্য সবার সাথে দৌড়াতে দৌড়াতে হাত ফসকে ইলিশ মাছের লাঞ্চ বক্সটা পড়ে যাওয়ায় সেটি তুলতে গিয়ে পিছনে পড়ে গেলেন অন্য সবার থেকে, ওই অবস্থায় আন্দোলনকারীর কারো একটা রডের বারি এসে পড়ে জুলেখা স্বামীর পায়ে, হাড় হাড্ডি গুলো ভেঙে চৌচির হয়ে যায় পায়ের গোড়ালি বরাবর। জুলেখার মতোই একদম কলিজা এফোড় এফোড় হয় ব্যথায় যন্ত্রণায়।

কয়েকজন লোক এগিয়ে এসে তাকে ধরে রাস্তার একদম সাইডে নিয়ে যায় যেখানে কিছুটা যাত্রী ছাওনির নিরাপদ স্থান আছে, দেখতে দেখতে ঘন আঠালো লাল টকটকে রক্তে জায়গাটা ভরে যেতে থাকে। মাঝেমধ্যে গগন বিদারী চিৎকার দিয়ে জুলেখার স্বামী কাতরাতে কাতরাতে বলতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ;
আন্দোলনের কারণে রাস্তাঘাট পরিবহন শূন্য হওয়ায় ঘটনার আরো ঘন্টা দুই পর পথচারীরা তাকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হয়।

প্রায় এক সপ্তাহ পর জুলেখার স্বামীর পায়ের গোড়ালিতে ৩-৪ বার অস্ত্র পাচার শেষে মোটামুটি নিরাপদ হিসেবে ডাক্তার হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়িতে পাঠিয়ে দেয়; মাসখানেক বেড রেষ্টে থেকে আবার হাসপাতালে যেতে বলে চেকআপের জন্য।

এখন ব্যান্ডেজ করা সেই পা নিয়ে জুলেখার স্বামী বাড়ির বারান্দায় বসে থাকে বেশিরভাগ সময়, মাঝে মাঝে এক মনে আল্লাহ আল্লাহ বলতে থাকে, জুলেখা সে রাতে মাথায় লাথি খেয়েও একই ভাবে আল্লাহ আল্লাহ বলেছিল একথা ভাবতে ভাবতে জুলেখা বলে;
-বাজার থেকে একটা বড় ইলিশ মাছ এনে ভাইজ্যা দেই ? খাইবেন?

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০



বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সমবায় সমিতির দুর্নীতি: সাধারণ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৪

বাংলাদেশে সমবায় সমিতি গঠনের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের আর্থিক স্বাধীনতা অর্জন এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে অনেক সমবায় সমিতিই নিজস্ব লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সাইকেল!! :B#

লিখেছেন গেছো দাদা, ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮

সাইকেল চালানো বাংলাদেশ সহ যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।

এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয়... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

লিখেছেন শাহ আজিজ, ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০





মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।... ...বাকিটুকু পড়ুন

মেঘ বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮



বৃষ্টি এলে মেঘ বালিকা ভিজতে থাক তুমি
জ্বর না উঠে সেই দিকেতে খানিক খেয়াল রাখ
আকাশ তলে নদীর জলে আনন্দ ঢেউ খেলে
তারাও ভিজে তোমার মত সুখের ভেলায় ভেসে।

প্রসারিত দু’হাত দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×