ঢাকার রাস্তায় রাস্তায় আগুন-রঙা রক্তিম লাল রঙে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে গাছগুলো,
গ্রীষ্মের এই প্রচন্ড গরমে কৃষ্ণচূড়ার এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া রুপ দেখে মনে হয় আকাশের নিচে আগুন জ্বলছে। যে কেউ এর বিশালতা, তেজ, রঙের উজ্জ্বলতায় মুগ্ধ হয়।
ফুলের মতোন অনেক মানুষ ও আছে। কেউ উজ্জ্বল, কারও গন্ধ ছড়িয়ে থাকে নিঃশব্দে।কেউ কৃষ্ণচূড়ার মতো, আবার কেউ বুনোফুলের মতো অবহেলায় আড়ালে থেকেও ভালোবাসে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩