somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই.."শাহেদ শাহরিয়ার'',জয়' নামটা বন্ধুদের দেয়া।ওটা'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

আমার পরিসংখ্যান

শাহেদ শাহরিয়ার জয়
quote icon
আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হৃদয়ের দূরবীন

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৩

দীর্ঘশ্বাস বাড়ে নাকি দীর্ঘরাত?
থেমে থেমে যায় হৃদযন্ত্র,
আবার অস্থির হয়ে ছুটে-
থেমে যায় বর্তমান,চোখের পর্দায় নামে বিমূর্ত অতীত।
শিরিষতলার সবুজ ঘাস,
অধরা যৌবন আর অচেনা ভবিষ্যৎ
তার মাঝে হারিয়েছে চুলের রং!



আহ!
কত স্বপ্নই না খেয়েছে বেওয়ারিশ ঘুরপাক,
কত অতৃপ্ত অনুভব,
কত অপ্রাপ্ত প্রেম,অযাচিত যন্ত্রণা,
যতটুকু সুখ তারচেয়ে ঢ়ের দুঃখের ঋণ।

দূর হতে হতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

কাল্পনিক বাহানা!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

আলাদীনের চেরাগ পেলে-
ধরতাম কিছু বাহনা মেলেঃ
বলতাম:-


"মোরে
করে দাও আশ্রয়,
সকল আশ্রয়হীন শিশুর,
দাও উপশমক,
পৃথিবীর যত ব্যাথা কঠিন-কঠোর।

খাবার দাও,
মানুষ-পশু, ভুলুক পেটের যন্ত্রণা
অস্ত্র সকল ফুল করে দাও,
ছড়াক প্রেমের মন্ত্রণা!" বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

নৈঃশব্দ্যে অনুভব

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

না পাওয়ারও একটা বিশেষ ক্ষমতা থাকে,
পাওয়ার তীব্রতা কতটা মাপা যায়,
উপলব্ধিতে আসে:
আকাঙ্খা কতটা প্রকট।

সিরিয়ার যে শিশুটা,তিনবেলা উপোষ করে
কিংবা ইয়েমেনের যে শিশুটা ঘাস ফড়িঙ খুঁজে ক্ষুধার তাড়নায় ;
তার কাছে জানার নেই পেটের যন্ত্রণা!



যুদ্ধের মাঠে যে সৈনিক অস্ত্র কাঁধে মৃত্যু পাহাড়া দেয়,
দূরে ঠেলে প্রিয় হাতের স্পর্শ কিংবা ফাঁসির কাষ্ঠে ঠাঁই দাঁড়িয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

প্রকৃতি কবি

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২০

সহস্র চেষ্টায়ও আর আমি কবিতা লিখতে পারি না।
প্রকৃতি এখন কবি,
নিজেই কবিতা লিখে।
যে মা তার নিষ্পাপ শিশুর মুখে তুলে দেয় বিষ-মিষ্টি
অচেনাকে তুলে দেয় ভালোবাসা,
সেটা নিয়ে প্রকৃতি কি নিঠুর কবিতাই না লিখল-




কি এক বিতৃষ্ণা মা আর বাবা আর মানুষের...
আহারে অতৃপ্তি! আহারে ঘৃণা,
আসিফার থেতলানো মুখে কি কঠিন বাঁচার আকুতি
আরব সাগরে ডুবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

একটি তৈলাক্ত মহাকাব্য

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৭ ই মার্চ, ২০২২ রাত ১:০১

আজ একটি মহাকাব্য লিখব,
এক শব্দের।

"তেল"
একটি শব্দই খেলে দেয়-
সব মহাকাব্যের খেল্!



তেল' এর তো দাম ঠিকই আছে,
পন্ডিতদের কী হুশ গেছে?

গিলছো ভালই,
মাখছো ভিষন,
দাম চাইলে রাগছো,
কারণ?

তেল হবে রাজপথ্য,
গোলাম ছুঁলে খুব অনর্থ,
তবুও যদি সখ জাগে,
গ্যান-গ্যানানি থামাও আগে!

আহা তেল!
দেখাও তোমার মহাকাব্যিক খেল্ ৷৷
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

প্রণয়ের পূর্বাপর

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৪

তোমার কাছে ভালোবাসা চাওয়ার আগে,
ভালো হতো;
আকাশের কাছে যদি বৃষ্টি চেয়ে নিতাম,
তবে তোমার চোখের কাছে আমার যে চোখের দুর্বলতা কখনো বুঝতে না তুমি।

তোমার কাছে প্রেম চাইবার আগে,
ভালো হতো; যদি পাথরের কাছে দীক্ষা চেয়ে নিতাম,
হয়তো তবে স্থির চিত্তে সয়ে যেতাম শত যাতনা,
তুমিও দেখতে পেতে না আমার ক্ষয়িষ্ণু হৃদয়!




তোমার স্পর্শ পাওয়ার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

সুখের কার্যকারণ!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৯

নিদারুণ পাপ,
কারো অভিশাপ
বইছে যে নিয়তি
মনের পরশ
সুখের আরশ
দিবাস্বপ্ন পরিণতি বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

শিরোনামহীন ব্যাথা

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১

আমি বল্লাম-'ব্যাথা লাগে'
তুমি বল্লে-'দেখি কৈ!
মিনমিনিয়ে বল্লাম আমি-
'বুকের ভেতর পাহাড় বই!

খোলা চোখে আকাশ দেখি
রংধনু আর কালো মেঘ,
দিব্যা শক্তি দিয়া ভাবি-
অদেখা ব্যাথার কত বেগ?!

ধার করেছি অষ্টাঙ্গ,
পিপীলিকা হতে চাই
নিজের চাইতে আটগুন বোঝা
নেবার কোনো উপায় নাই বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

মন বলে 'ভাল নেই' (অনুকাব্য)

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০

(১)
বিতৃষ্ণাতে আসেনা কাজে
এলোপ্যাথি না সিমপ্যাথী,
তোমায় বল্লাম-'মন ভালো নেই,
বল্লে তুমি-'বুড়োকালে ভীমরতি!'
(২)
বৃষ্টি আজকে কাঁদছে ভিষণ,
রাগ করেছে মেঘের সাথে,
তোমায় কি আর বলতে পারি
চল ভিজি গভীর রাতে!
(৩)
কালোর নিচে সাদাছানি
নিত্যদিনই বাড়তে থাকে,
তুমি ওসব রঙ বুঝো না
প্রেম পালায় সে চোরা ফাঁকে!
(৪)
গ্রীষ্মে যে বন বির্বণ হয়
বর্ষাতে হয় সবুজ আবার,
কত বর্ষা যাচ্ছে চলে
অভিযোগ ধুয়ে যায়নি তোমার!

(৫)
মন ভালো নেই,মন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

মানবিক মা!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ০৩ রা মার্চ, ২০২১ রাত ২:২৭

মা' আমার বোবা হলেই ভাল হতো,
এত্ত কথা কেমনে বলে?
যখন তখন,যেথায়-সেথায়
যা ইচ্ছে তা বলেই ফেলে!



খেলতে গেলেই পড়তে বলে,
পড়তে গেলেই তুলনা চলে!
খেতে বসলে-"জলদী খা তুই"
ঘুমাতে গেলে
" এখনো ক্যান দু'চোখ খুলে!?

রোজ সকালে উঠতে গেলেই
ভিষণ রকম কান্না আসে..
"নবাবের পুত, ঘুমাই এখনো"
বিকট শব্দ কানে ভাসে!
"গরু চরা,স্কুলে যা"
পানি আনা,লাকরী খোঁজা
কৈশরে কি এসব আসে?

দু' টাকার এক কিনলে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

আত্নহনন-কাব্য!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

(১)
একজনমে আমি হুট করে পড়েছিলাম তোমার চোখের প্রেমে,
সেকি ভয়ানক দিন ছিল!কত অতৃপ্ত পুর্ণিমা।

ভীতুরা প্রেমে পড়ে না,
আমি ভীতু নই আবার আমি বিজয়ীও নই!
কোন এক পয়োস্তি হয়ে পেয়ে গেলাম
মনের দখল!
কিন্তু দেখোঃবেহিসেবী আমার হিসাবেও কোন গরমিল নেই
শুধু তুমি অসীম লোকসানে-
কাঁজল-কাঁকনহীন!

আমি ভীতু নই,আমি পরাজিত
পরাজিতের বেঁচে থাকাটা উপহাস
এর চেয়ে ঢ়ের ভাল,নাইলনের ফাঁস!


(২)
কোন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

অপ্রিয় বাবা

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৩২


বাবা কখনো আমার প্রিয় হতে পারে নি,

যবে থেকে বুঝতে শিখেছি,

তবে থেকেই-

হলুদ রঙ্গের জামাটা চেয়ে পাই নি,

পোয়েনিক্স সাইকেলটা চেয়ে পাই নি,

১১১০ মোবাইলটা চেয়ে পাইনি,

কতযে পাইনি,

কতযে পাব না ;

তার ডরে কত চাই নি!

জন্ম থেকেই কেমন কঠিন ঠকেছি!!



দু'বাড়ির পরের যে বাবাটা,

তার ছেলেদের গাড়িতে চড়ায়,

রঙ্গীন রঙিন কাপড় পড়ায়,

ফোলাও-কোর্মা নিত্য খাওয়াই,

তেমন একটা বাবা চেয়েছি।



আমার বাবা?

একেবারেই... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৩১৪ বার পঠিত     like!

আমার রুপান্তর

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ২৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৪১

আমার রক্ত-মাংসে কর্পোরেট দহন,
মিটিং,ট্রেনিং আর টার্গেটের বাজেট
বহমান শিরা-উপশিরায় :(( X(
আমি অন্য মানুষ;
যখন তোমার ডানপাশে শুই! !:#P বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

আর কেহ নেই!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

তোমার মতো এমোন করে,
কেও চায়নি আমার সকাল
আমার দুপুর,আমার বিকেল
অষ্টপ্রহর-সারাটা কাল!



জোর করে কেও ঘুম ভাঙ্গায়নি
ঘুম পাড়ায়নি কোমল স্বরে
কেও বলেনি " লাঞ্চ করেছো?,
এত্তরাত কেও ডীনার করে?!"

ঝাপটে এ হাত কেও ধরেনি,
বৃষ্টিভেজা শ্রাবণ বেলায়
তোমার সাথেই শেষ ভিজেছি,
রেল লাইন আর শিরিষতলায়!

ফাগুন ক'বার এসেছিল,
তোমার আগুন চোখে বুঝেছি
রক্তলালে তুমি "রুপা"
হলুদে তোমার হিমু সেজেছি!


এখনও ফাগুন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

অপরাধী মন

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

বেসামাল মন
চেয়ে বসে তোমার মনের অধিকার,
সে ভুলে যায়:
কীযে অপরাধ,বামন হয়ে চাঁদ ছোঁবার!?



প্রজাপতি মন,
ঘাসফড়িং জীবন,
ছুটে চলে তোমার অলক্ষ্যে
বালুচরে বাঁধে ঘর,
স্বেচ্ছায় সে যাযাবর,
তাজমহল ঠাঁই নেয় জীর্ণ বক্ষে!

হয়তো কোনোদিনই,
তোমার দৃষ্টি ছোঁয়নি প্রজাপতি,
মোহের ঘর মিশেছে ভুলের বালিতে
ভেবেছো কি,
কার কি হয়েছে ক্ষতি!?

জানি,
পৃথিবীর কোন বন্দীশালায়,
মন ভাঙ্গার রায় কভু নেই,
ভুল মানুষের কাছে মন সপলে
কাঁচের মত তা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৮৯৩৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ