হৃদয়ের দূরবীন
দীর্ঘশ্বাস বাড়ে নাকি দীর্ঘরাত?
থেমে থেমে যায় হৃদযন্ত্র,
আবার অস্থির হয়ে ছুটে-
থেমে যায় বর্তমান,চোখের পর্দায় নামে বিমূর্ত অতীত।
শিরিষতলার সবুজ ঘাস,
অধরা যৌবন আর অচেনা ভবিষ্যৎ
তার মাঝে হারিয়েছে চুলের রং!
আহ!
কত স্বপ্নই না খেয়েছে বেওয়ারিশ ঘুরপাক,
কত অতৃপ্ত অনুভব,
কত অপ্রাপ্ত প্রেম,অযাচিত যন্ত্রণা,
যতটুকু সুখ তারচেয়ে ঢ়ের দুঃখের ঋণ।
দূর হতে হতে... বাকিটুকু পড়ুন
