(১)
একজনমে আমি হুট করে পড়েছিলাম তোমার চোখের প্রেমে,
সেকি ভয়ানক দিন ছিল!কত অতৃপ্ত পুর্ণিমা।
ভীতুরা প্রেমে পড়ে না,
আমি ভীতু নই আবার আমি বিজয়ীও নই!
কোন এক পয়োস্তি হয়ে পেয়ে গেলাম
মনের দখল!
কিন্তু দেখোঃবেহিসেবী আমার হিসাবেও কোন গরমিল নেই
শুধু তুমি অসীম লোকসানে-
কাঁজল-কাঁকনহীন!
আমি ভীতু নই,আমি পরাজিত
পরাজিতের বেঁচে থাকাটা উপহাস
এর চেয়ে ঢ়ের ভাল,নাইলনের ফাঁস!
(২)
কোন একজনমে আমি অভিশাপ হয়ে জন্মে ছিলাম-
তোমার কাছে,তার কাছে,ওর কাছে!
তুমি একদিন জানতে চেয়েছো আমার কি ভবিষ্যৎ (?)
রাষ্ট্র একদিন তোমার সুরে বলেছে-
আমি নির্লিপ্ত- অকর্মা!
তোমার বাবা,আমার বাবা ওর বাবাও বলতে বলতে ক্লান্ত প্রায়।
অথচ আমি রোজই স্বপ্নে তোমার হাত খুঁজি,
তোমার বাবা,আমার বাবা ওর বাবাদের পায়ে পড়ি
তোমার যাত্রা ভাঙ্গে : কারণ আমার মুখে অভিশাপ,
তোমার কাঁজল জল হয়ে যায়- কারণ আমার চোখে অভিশাপ,
আমার চলায়,আমার বলায়
অভিশাপের ফুলঝুরি।
অভিশপ্ত জীবনই অভিশাপ,
এর চাইতে ঢের ভাল হয়
জীবনটাকে দিই আঁড়ি!
মন্তব্য: (কিছু মানুষের মৃত্যু আমাকে আলোড়িত করেছে ভিষণরকম,কারন খুঁজতে গিয়ে যা পেলাম তাই চেষ্টা করেছি লেখায়).
ছবি: অনলাইন হতে সংগৃহীত।