মাগো তুমি কেমন অাছো। গত রাঁতে অামায় তোমার কথা অনেক মনে পড়ছিল। ভাবতে যেন চোখ বেয়ে জল গড়িয়ে এলো। অামার মনে হচ্ছিল তুমি কত দূরে কোন নির্জন জায়গায় মায়াবী সম্পকর্ের বন্ধনে জড়িয়ে রয়েছো যেখান থেকে বেরুবার কোন স্মুক্ষপথ নেই।
মাগো অাজ অামার মনটা এত অসহায় অস্থির কেন। তবে কি অামি কিছু হারিয়ে ফেলছি। মা কেন দু-চোখে
মা, মা, মাগো.........................................
তুমি অামার পাশে এসে একবার বসোনা মা, মাগো মনে হচ্ছে বুকের ভেতরে রক্ত-মাংস নাই, শুধু ছাইয়ের ছোট একটা গোল্লা। দু-অাঙ্গুল দিয়ে চাপ দিলে চ্যাপটা হয়ে যাবে। মাগো অামার বুকে জ্বালাপোড়া করছে কেন।
কেঁদে কেঁদে ......................... বেদনার্ত নীল অশ্রু ঝরিয়েঃ তাহলে অামি কি অার বাঁচব না মা, বলোনা মা....................., বলোনা মা.....................
মৃত প্রায় ফযরের অাযান হলো.................
জেগে দেখি জ্বানালাবিহীন ঘরটা অন্ধকার। শরীরের সর্ব অংঙ্গ মুক্ত পথের চেষ্টা করছে কিন্তু পারছে না। কেন এরকম হয় যে চেষ্টার পরও কমর্ের ফল বিপরীত হচ্ছে।
মাগো তুমি কি বলতে পার শেষ হবে কোথায় এর........
অামি কি শক্ত হতভাগা, শুধু ভাঙবে অার ভাঙবে, জোড়া লাগার কোন সম্ভাবনা অাছে ..........................................নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




