বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশনের কর্মীরা অসামান্য সাহসের সাথে মিশর থেকে ফিলিস্তিনিদের সাহায্য করে যাচ্ছেন। আমি ফিলিস্তিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে আমার বইগুলো বিক্রি করে ফান্ড যোগাড় করছি।

আমার চারটি বই আন্তর্জাতিক ১৩টি বুকস্টোরে ২২টি দেশে বিক্রি হচ্ছে। এছাড়াও, দুটি বই বাংলাদেশের মওলা ব্রাদার্সদের ছোট ভাইয়ের 'উত্তরণ প্রকাশন' থেকে বের হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে অনেক দিন ধরেই।
আমার বই বিক্রি থেকে আসা শতভাগ অর্থ আমি মাস্তুল ফাউন্ডেশনের ফিলিস্তিন ফান্ডে দিয়ে দিচ্ছি। যেমন - আজ রাতে আমার দুটি ই-বুক বিক্রি হয়। আমি সেই টাকা মাস্তুল ফাউন্ডেশনে জমা দিয়েছি। উপরে এই জমা রশিদ দেখানো হয়েছে।
আপনিও চাইলে, আমার বই কেনার মাধ্যমে এই মহৎ কাজে শরীক হতে পারেন।
আমি বর্তমানে নিচের বইগুলো এনক্রিপ্টেড পিডিএফ আকারে প্রতিটি ১০০ টাকা দামে বিক্রি করছি। আপনি আপনার মোবাইলফোনে হোয়াটসএপে অথবা ইমেইল এড্রেসে এই বইগুলো পেতে পারেন।
প্রসেসঃ
১) আমার বিকাশে খরচ-সহ মোট ১১০ টাকা পাঠাতে হবে।
২) তারপরে, হোয়াটসএপে আমাকে স্ক্রিনশট বা যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটি দিতে হবে।
৩) আমি আপনার হোয়াটসএপে বা আপনার দেওয়া ইমেইল এড্রেসে পিডিএফ করা আপনার পছন্দের বইটি এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দিবো।
৪) মাস্তুল ফাউন্ডেশনে টাকা জমা দিয়ে আমি আপনাকে জমা রশিদের স্ক্রিনশট পাঠাবো।
আশা করি, আপনি পাশে থাকবেন।
আমার bKash & WhatsApp নাম্বার- 01864-624644
যে বইগুলো আমি বিক্রি করে ফান্ড যোগাড় করছি, সেগুলো এখানে দেওয়া হলো -




সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


