একটুখানি চাটা, নিয়ে পানের বাটা!
বসে আছি সরে আছি
ভেজাল থেকে দূরে।
জীবন সেথা হচ্ছে জড়
বাজছে না কোন সুরে।
শেষতক হাতে-পায়ে
বাজাচ্ছি বসে ঢোল,
আর খাচ্ছি রুটি দিয়ে
ঝাল মাংসের ঝোল।
রুটি গেলা বড় কষ্ট
গলায় লেগেছে কাঁটা,
তাইতো বসে জিহবা দিয়ে
ঝোলে দিচ্ছি চাটা।
চাটার চোটে নাক দিয়ে
বেরুলো গরম পানি,
সবার কাছে বিষয়টা খুব
লাগলো ভীষণ ফানি।
বললো সবাই হাসি দিয়ে
করছো এসব কি!
মা বললেন তুমি হচ্ছো
বুদ্ধির বড় ঢেঁকি।
কাছে... বাকিটুকু পড়ুন













