
ঘটনা এক - গাজীপুরে ফেসবুক পোষ্টে হা হা ইমো দেওয়ায় তিনজনকে হত্যা
ঘটনা দুই - ফেসবুকে প্রেম । দুই সন্তান ও স্বামী রেখে গৃহবধূর প্রেমিকের কাছে পালিয়ে আসা । একত্রে বসবাস । পরিশেষে হত্যার শিকার ।
ঘটনা তিন - দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত দেহ রাস্তায় পাওয়া । খোজ নিয়ে জানা যায় । অতিরিক্ত ফেসবুক ও মোবাইল ফোন ব্যবহারের ফলে পিতা, মাতা বকাঝকা করলে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পরে উক্ত মেয়েটি আত্মহত্যা করে ।
ঘটনা চার - ফেসবুকের লাইভে এসে আত্মহত্যা ।
( উপরের ঘটনাগুলো গতকাল ও আজকের । )
আসুন এবার একটু অন্য ঘটনাগুলো পড়ি ।
ঘটনা এক - ফেসবুকে রসুল সা: এর ব্যঙ্গচিত্র প্রকাশ । ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোষ্ট দেওয়ার সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন । দুইজন নিহত , বাড়ি ঘরে ভাংচুর ।
ঘটনা দুই - ফেসবুকে চিকিৎসার নামে অর্থ সাহায্য চেয়ে প্রতারণা,
ঘটনা তিন - রমীজ ফেসবুক থেকে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করে । লাইলি অন লাইনে গরুর নাড়ি ভুড়ি বেচে স্বাবলম্বী হয়েছে ।
ঘটনা চার - ফেসবুক একাউন্টের পাসওয়াড না দেওয়ায় স্বামীকে হত্যা । (ঘটনাটি ভারতে )
বোনাস -
ঘটনা পাঁচ - জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে'তে খুল্লাম খুল্লা নৃত্যু পরিবেশনা করে তৃপ্তির হাসি হাসছে পড়ুয়ারা ।
উপরের ঘটনাগুলো পড়ে আমরা কি পেলাম ? কে কি পেয়েছেন জানি না কিন্তু আমি বুঝেছি । ফেসবুকের কারণে শুধু আমাদের সমাজে নয় পুরো বিশ্বের সামাজিক অবক্ষয় শুরু হয়ে গেছে । এখনই যদি ফেসবুক সহ সোশাল মিডিয়ার লাগাম টেনে ধরা না যায় তাহলে, সামাজিক, পারিবারিক রাষ্ট্রীয় হানাহানি,মারামারি, অবক্ষয় কিছুতেই বন্ধ করা যাবে না । তাই সকলের স্বার্থে সোশাল মিডিয়া । বিশেষ করে ফেসবুক বাংলাদেশে বন্ধ ঘোষুনা করা হোক । একটি বার চিন্তা করে দেখুন আপনাকে আমাকে , আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ফেসবুক আয় করছে হাজার হাজার কোটি টাকা । সেই টাকা থেকে কিছু অংশ আউটসোসিং এর নামে আয় করে তৃপ্তির ঢেকুর তোলার কন মানে হয় না । সমাজ রাষ্ট্র ও জাতিকে বাচাতে নীতি নির্ধারকেরা দ্রুত সিদ্ধান্ত নিন । ফেসবুক বন্ধ করুণ । আপনি আমি ফেসবুক থেকে লগ আউট করলেই ফেসবুকের ক্ষতি । তাই ফেসবুক থেকে লগ আউট করুন ভাল থাকুন , সুস্থ থাকুন ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




