
বিশ্বব্যাপী চলছে দাঙ্গা হাঙ্গামা । ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে আমেরিকা ও ইই্উ যুদ্ধ বোনাস হিসাবে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে হাওয়া দিচ্ছে । এসব ছাপিয়েও যে বিষয়টি সকলকে নাড়া দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নারী স্বাধীনতার নামে ইরানে হিজাব নিয়ে নারীবাদীদের আন্দোলন । অবশ্য নারীবাদি ইস্যুতে ইরানে যতোটা না আন্দোলন হচ্ছে, তারচাইতেও নারীবাদীদের আন্দোলনের হাওয়া দিচ্ছে ইউরোপীয় মিডিয়া ও নারীবাদীরা এবং এদেশের সো কলড কিছু নারীবাদি ।
চলছে তাদের নগ্ন হয়ে প্রতিবাদ । বুঝে না বুঝে অনেক এশিয়ান সে সব ইরানে আন্দোলনের ছবি ভেবে মনের আনন্দে শেয়ার করে বেড়াচ্ছেন । এর ই মধ্যে ইডেনের ঘটনাটি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে । ইডেনের অভ্যন্তরীন বিষয় মিডিয়াতে বলে দেওয়ায় প্রাণ নিয়ে পালাচ্ছে অনেক সাধারণ ছাত্রী ।
বাংলাদেশে সো কলড নারীবাদীরা যারা নারী স্বাধীনতা বলতে , নারীদের পোশাক খুলে অথবা স্বল্প বসনে চলাফেরা করাকে নারী স্বাধীনতা বুঝে । তারা সরাসরি এসব কথা বলতে না পারলেও তাদের কথাবার্তায় সেটিই প্রকাশ পায় ।
বিশ্বে যতোগুলো ধর্ম রয়েছে , তাদের সবগুলোতেই নারী,পুরুষের পোশাকের ব্যাপারে বিশেষ ভাবে বলা হয়েছে । সমাজের অনাচার , খুন, খারাবি,অন্যায় অত্যাচার প্রায় সবগুলোর সাথে নারী, পুরুষের অবাধ বেল্লাপানা ও ধর্মীয় অনুশাসন না মানা জড়িত । একটা প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা সহজ হয়ে যাবে , নারীদের অনৈতিক কাজে বাধ্য করে কারা , উত্তরটা হবে বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই ।?
ধর্ম কখনো মানুষকে দাস বানায় না । ধর্ম মানুষকে ইহ ও পর জগতে মুক্তির পথ দেখায় । একজন প্রকৃত ধার্মীক কখনো এইডসে, সিফিলিস,গনোরিয়ার মতো যৌন রোগে আক্রান্ত হয় না । পারিবারিক অশান্তির কারণে , পরকিয়ার কারণে খুন বা আত্মহত্যা করে না ।
দেশের সো কলড কিছু নারীবাদী, যারা নারী স্বাধীনতার অর্থ ই বুঝে না , তারা নারীবাদী শব্দটার সাথে যুদ্ধ অপরাধী শব্দটা জুড়ে দিয়ে নিজেদের দল ভারি করতে সদা তৎপর থাকে । নিজেরা রাজাকার বলে, সহজেই অন্যকে রাজাকার বলে দূর্বল করে দিতে চায় ।
তাদের পোস্টে প্রায়ই দেখা যায়, পর্দার বিষয়ে কোন প্রসঙ্গে আসলেই ৭১ এর প্রসঙ্গ টেনে এনে যে কাউকে রাজাকার বানিয়ে ফেলার চেষ্টায় ব্যস্ত থাকে । কিন্তু মজার ব্যাপার হচ্ছে, রাজাকার কিন্তু যুগে যুগে জন্মে । ৭১রের পরেও এ দেশে অনেক রাজাকার জন্মেছে । এবং আরও জন্মাবে । এরা এতোটাই ভয়ংকর যে । যে কোন মুর্হুতে রং পাল্টে ফেলে । এই সব নারীবাদিরা আবার নারীবাদি আন্দোলনের নামে অর্থ আয় করে নিজেদের পেট চালায় । জি আপু হু আপু , অপূর্ব লাগছে আপু বলে , প্রেম প্রেম খেলে ।
তবে নারী স্বাধীনতার সংজ্ঞা কিন্তু কখনো নারীদের খুল্লাম, খুল্লা পোশাক পরিধানকে বুঝাবে না । নারী স্বাধীনতা বলতে, নারীদের পারিবারিক ,রাজনৈতিক, অর্থনীতিক ,সামাজিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে বুঝায় । এটা তাদের ঘিলুতে ঢুকবে না ।
যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, যে দেশের বিরোধী দলের নেত্রীও একজন নারী । সে দেশের নারীদের পরাধীন বলা শুধু অন্যায়ই নয় রীতিমতো অপরাধ ও ।
কারো ব্যক্তিগত বিষয়ে ততোক্ষন পর্যন্ত অন্য কারো হস্তক্ষেপের অধিকার নেই, যতোক্ষন পর্যন্ত না তা সমাজ ও রাস্ট্রের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয় । যৌন সুরসুরি দেওয়া যেমন অপরাধ তেমনি যৌনসুরসুরি অনুভুব করে ঝাপিয়ে পরাও অবরাধ । বেছে নিন আপনি কোন দলে ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




