গাজায় ইসরায়েল -আমেরিকার বর্বর গনহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে চলমান ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ অবস্থানের উপর বাইডেন প্রশাসনের লেলিয়ে দেওয়া কুকুর পুলিশ নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। যা পরিস্কার ভাবে মানবতার লঙ্ঘন। শুধু পুলিশ নয় পুলিশের পাশাপাশি মুখোশ পড়ে একদল ইহুদি সন্ত্রাসীরা ও হামলায় অংশ নিয়েছে। মানবতা নিয়ে এতো উচু উচু কথা বলা রাজনৈতিক বেশ্যাদের দেশের আচরণ দেখে বিস্মিত হয়েছি।
মনবতা ইস্যতে বড় বড় কথা বলা দেশটির কোথায় এখন সেই মানবতা? কোথায় এখন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলি?
টুইন টাওয়ার বুশ প্রশাসন নিজেরাই ধ্বংস করে সেই ইস্যুতে ইরাকে হামলা চালিয়ে ছিলো এই ঘটনার মধ্যে সেটা এখন পরিস্কার । এখন আরো পরিস্কার।
যে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন বর্বর জঙ্গি, গনহত্যাকারী সন্ত্রাসী এই দেশ দুটির নির্যাতন জুলুমের বিরুদ্ধে। বাংলাদেশ দরিদ্র হলেও মানবতা লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্রের পুলিশের ও বাইডেন প্রশাসনের উপর স্যাংশন দিতে পারে। দেওয়া উচিত৷
এই পোস্ট পড়ে যদি কেউ বলেন যুক্তরাষ্ট্র পণ্য না কিনলে খাবেন কি? তাদের জন্য বলবো, হাতে চুড়ি পড়েন ঘরে বসে থাকেন। অন্যায় দেখেও মুখবুঝে থাকার চেয়ে হাতে চুড়ি পড়ে ঘরে বসে থাকাই কাপুরদের জন্য সঠিক কর্ম।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৪ রাত ১০:২৯