ব্লগে আসি কিছুদিন পরপর
বুঝিনা ছাই কেবা আপন, কে বা পর ?
ছাই পাশ যা লিখি
পোষ্ট দেই মিছে মিছি ;
কতো কিছু আঁকি বুঁকি
নিত্য মনের কোণে দেয় উকি ;
পোষ্ট দিয়ে হই সুখী , ইচ্ছে করে ব্লগেই থাকি
ক্ষণে ক্ষণে তাই বাড়ে ঝুকি ;
আহা! কতো লিখি
তবুও মরু তুল্য সব, মন্তব্যে ঘর ফাকা !
জানি এ ও নিয়তি -
সবার ঘুরে না ভাগ্যের চাকা ।
শীত গিয়ে বর্ষা আসে
মনে জাগে প্রেম;
তুমি বন্ধু বেজায় ব্যস্ত নেইতো সময় আর -
সবকিছু ছকে বাঁধা তবুও বাড়ে হাহাকার ;
বাড়ছে মোদের বয়স যতো
কমছে মাথার চুল ;
কাজে কর্মে সংযোগ কমছে
ধরা পড়ছে ভুল ।।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৩