
ব্লগিং এর শুরুতেই , ইরানে অবৈধ রাস্ট্র ইসরাইল ও আমেরিকার বর্বর হামলার তীব্র প্রতিবাদ করছি । মধ্যপাচ্য, আফ্রিকাসহ পুরো বিশ্বে সন্ত্রাস ও অশান্তির জন্য আমেরিকা ,ইসরাইল ও ভারত দায়ী ।" ব্যক্তি স্বার্থের নেশার চুর হয়ে থাকা বিশ্ব নেতা নামের অবৈধ রাষ্ট্র প্রধানদের নীরবতার জন্যই এই রাষ্ট্রগুলি সন্ত্রাস চালাবার সাহস দেখাচ্ছে ।"
শনিবার দিবাগত রাতে আমেরিকা ইরানের তিনটি পারমানবিক স্থাপনায় যে আক্রমণ করেছে তার ক্ষয়ক্ষতি এখনো জানা না গেলেও আমেরিকা ও তার পা চাটা মিত্ররা প্রচার করছে এতে ইরানের পারমানবিক কর্মসূচী চিরতরে বন্ধ হয়ে গেছে । কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ইরানের একটি পারমানবিক কেন্দ্রেও মূল অবকাঠামোতে ও আঘাত হানতে পারেনি নাসারা আমেরিকা । যে ধরনের বোমার আঘাত করা হয়েছে এমন এর চেয়ে দশগুণ আঘাত করলেও ধ্বংস হবে না ইরানের পারমানবিক কর্মসূচী ।

"ইরানের মূল পারমানবিক স্থাপনা কোথায় সেটাও এখনো আমেরিকার অজানা । যেখানে আঘাত করা হয়েছে এগুলো ছিল ডামি স্থাপনা।"
এমনটা যে হবে তা ইরান আগে থেকেই জানতো । তাই পারমানবিক স্থাপনা নিরাপদ রাখার জন্য সব ব্যবস্থা তার আগেই নিয়ে রেখেছিল ।
যারা এ ব্যাপারে সন্দিহান তাদের বলবো , রাশিয়া ও চায়নার নিউজ চ্যালেনগুলো দেখুন অনেক কিছু জানতে পারবেন ।
আমেরিকার এই বর্বর হামলার ফল স্বরুপ আগামীএক বছরের মধ্যে ইরানের পারমাবিক বোমার পরীক্ষা চালাবে । আমি আগেও বলেছি, ইসরাইলের হাতে সময় আর মাত্র দু থেকে চার বছর । এর মধ্যে তাদের শেষ পরিনতি বিশ্ববাসি দেখতে পাবে ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৫ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


