মাঝে মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলি !
ভুলে যাই কি আমি চাই,
ভুলে যাই কারো কেউই নেই !
শুধু মনে হয় আমার কেউই নেই ।
পুরো পৃথিবী যেন আমার বিপরীতে
আমি বনাম পুরো পৃথিবী ।
আর তখনি বেশি অনুভব করি ,স্রষ্টাই আমার একমাত্র সঙ্গী।
জীবনে -মরনে ,বিপদে-আপদে ,
মানে-অপমানে সব অবস্থায়
প্রচন্ড শক্তির উৎপত্তি করে চলেছে একক ভাবে তিনি।
তাই ভালো মানুষদের বদদুয়ায়ও আলহামদুলিললাহ আর ভয় পাই না।
স্বীকার করছি !
জীবনে আমার পাওয়াটাই বেশি আর যতটুকু না পাওয়া,
তা আমার না পাওয়ার কারন আমার স্রষ্টা ,
তাই আমার ক্ষতচিহ্নগুলোও বেশিদিন থাকেনা।
আলহামদুলিললাহ।
সা।হ।
18/10/18
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২০