
ছবি -নিজস্ব
এখানে শৈত্যের প্রকোপে অদৃশ্য হৃদয়
আর বসন্তের আশায় প্রবঞ্চিত হাজার রাত।
রক্ত স্রোত, শরীরটাকে কেবল ঠায় রেখে দিয়েছে।
দূরে মহাকালের রক্ষী বাতাসে ফিস্ ফিসায়!
অনেক দিনের পুরনো সম্পর্ক ,
ছারপোকার দখলে ।
শোন তোমার পৃথিবীর অস্বাভাবিক পরিবর্তনে
আমার বিলুপ্তির ঘোষণা শুনতে পাই।
মাঝরাতে বৃষ্টি এলে একাকী ভিজে চাঁদ!
লক্ষ,কোটি বছরের কঠোর প্রতিজ্ঞায় ডুবে আছে বেটেলজিউস।
তবুও ছায়াপথ ধরে জীবন এগিয়ে যায় ভবিষ্যতে।
পড়ে থাকে চোখের সামনে লাল, নীল রাত্রির সাজ।
১৫/০১/২০২৪/২৫
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



