আজ আমার মনটা খুবই খারাপ, কিছুই ভালো লাগছে না কিন্তু সবাই বলে এখন আমার আনন্দে থাকার কথা কারণ আর মাত্র ৪ দিন পর আমার নতুন জীবন শুরু হবে। তাওদও মতে এদিনটির জন্য প্রতিটি নর-নারী নাকি অধীর আগ্রহ নিয়ে অপেক্খা করে । সেই দিনটি যত কাছে ঘনিয়ে আসছে আমার আতঙ্ক, ভয়, চিন্তা তত বেড়ে যাচ্ছে।
কোন কাজ করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে শুধু মা-বাবাকে নিয়ে সারাদিন কাটিয়ে দেই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস চাকরির জন্য আমাকে বের হতে হচ্ছে, যখন বাসায যাচ্ছি দেখি তারা বিয়ের নানা আয়োজন নিয়ে ব্যস্ত। তাদেও ব্যস্ততার দরুন তাদের কাছে পাই না।
যখন চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, ভাই-বোনদের বিয়েতে যেতাম এবং মজা করতাম দেখতাম তাড়া লাল শাড়ী ও অনেক গহনা পওে বউ সেজে বসে আছে, তখন ভাবতাম ইশঃ আমার এই দিন কবে আসবে ? আমিও লাল শাড়ী পরে বধূ সাজবো কিন্তু এখন মনে হচ্ছে এই দিন কেন এলো, আমি কিভাবে আমার বাবাকে ছেড়ে থাকবো।
আমার বাবা : সব বাবারাই হয়তো তাদেও মেয়েকে খুব ভালবাসে, কিন্তু আমার বাবা আমাকে প্রচন্ড রকমের বেশি আদর করে ও ভালবাসে। বাবা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাই দিনের ২৪ ঘন্টাই তাকে বাসায় থাকতে হয়। আমি যে চাকরিটা করি
বাকীটুকু আগামীকাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





