আমার চাঁদ তুই
যে দিন জন্মনিলি আমিতো অবাক
অতটুকু একটা শরীর তাতে আবার
চোখ, নাক,মুখ, হাত, পা সবই,
তুই একবার চোখ খুললি আবার বন্ধ,
বললাম আমার সপ্নপূরন করতে পারবি?
চোখ খুললি, আমি অবাক!
বিদ্যুৎ চমকানর মত করে একটু হাসলি,
আমিতো অবাক! আবার চোখ বন্ধ,
বললাম আমায় নিয়ে চাঁদে যেতে পারবি?
পারবি আমায় নোবেল এনে দিতে?
এবারও একটু হাসি,
আমি কিনতু সবটুকু-ই সত্যি বলে নিয়েছি।
তাই তো তোকে তৈরি করতে
রাত দিন তোর জন্য খেটে-ই চলেছি ,
চাঁদ আমার আর একটু ধৈর্য ধর
একটা কিছু হবেই হবে ।
নোবেল পাওয়া ক- জন দিয়ে কি পৃথিবী চলে?
তারচে বরং, তোর মত ভাল মানুষ, অনেক হলে ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


