অচেনা স্বপ্নের পাখি হয়ে একটি বিকেল এসেছিলো কাছে
নদী তীরে ঝাউবনে বড়ো নিঃসঙ্গ ছিলাম অপেক্ষায়-
দু'চোখে আগুন ছিলো তৃষ্ণার একান্তে কাছে টানবার।
দৃষ্টির সীমানা হঠাৎ আটকে গিয়েছিলো দূরের পাহাড়ে
আরো একবার তবু দেখেছিলাম আসার পথখানি তার
দিগন্তের শেষ আকাশটাকেও লেগেছিলো অচেনা অজানা।
সেদিন আকাশে মেঘ ছিলো না খেয়ালি কোনো
তবু উঠেছিলো অকাল কাল-বৈশাখী সহসাই-
আমার চোখের জল আর বৃষ্টির পানি একাত্মা হয়ে
দু'জনে সরবে কেঁদেছিলো খুব!
আমি দাঁড়িয়ে ছিলাম ঝাউবনে নিশ্চল একাকী
আর সময় থমকে গিয়েছিলো দূরে কোথাও দুঃসময়ের ঝড়ে!
30.09.2006
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




