তার চোখে অবিরাম মুক্তো ঝরছিলো
কষ্টগুলো নুনের দানার মতো গলছিলো গালে
উতলে উঠছিলো তার নীল সাগর
সহসা আকাশ থেকে নেমে এলো দেবদূত এক
শুধালো হে প্রেমিক তোমাকে আজ মুক্তোশূন্য করা হবে
ঈশ্বরের নির্দেশে, চাও?
বললো, আমি আকাশে উড়তে চাই না
মিশতে চাই না নরোম বাতাশে
আমি রয়ে যেতে চাই এই পৃথিবীর পথে
জলে ডুবে থাকা পাথরের টুকরোর মতো-
যেথা মোর প্রিয়তমা গেছে হাঁটি'
বললো দেবদূত, সে তো গেছে দূরে
তবে কেনো তুমি কালের বেল পাকা দেখে যাবে
কাকের ধরনে?
বললো, দেহ নিয়ে দূরে গেছে সে তবু
আত্মাটা ফেলে গেছে
রয়ে গেছে বন্দী পাজরে আমার
দেবদূত চলে গেলো
এবার নেমে এলেন ঈশ্বর স্বয়ং
বললেন, হে মানবসন্তান, আমি তোমাকে প্রেম শিখিয়েছিলেম
কষ্ট পাওয়ার জন্যে নয়
তোমার কষ্টে আজ কেঁপে উঠছে আকাশ
এই প্রেমকে তুমি বদলে ফেলো আমার নামে
তোমার জন্য নেমে আসবে শান্তির বারি
খুলে যাবে স্বর্গের দ্বার
সে বললো, আমি শান্তি চাই না
প্রিয়তমাহীন শান্তি আমার কাছে অর্থহীন
তুমি চলে যাও ঈশ্বর।
তার চোখে নেমে এলো এবার মুক্তোর ফোয়ারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




