১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধের প্রয়োজনীয় দলিল ভারতে বিনষ্ট করে ফেলা হয়েছে।
এসব দলিল কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে রাখা ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরপরই তা কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হয়৻
৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব একাত্তর সালের যুদ্ধের এসব অমূল্য দলিল নষ্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেনারেল জ্যাকব বিবিসি বাংলাকে বলেন যে ১৯৭৪ সালে তিনি যখন পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সে সময় তিনি বাংলাদেশ যুদ্ধের বিভিন্ন দলিলপত্র দেখতে চেয়েছিলেন। কিন্তু, তখন তাঁকে জানানো হয় যে সেসব দলিল নষ্ট করে ফেলা হয়েছে।
পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় আমাকে জানানো হয় যে এসব দলিল নষ্ট করে ফেলা হয়েছে
লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব
তবে কার নির্দেশে এসব দলিল নষ্ট করে ফেলা হয়েছিলো সে সম্পর্কে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
এসব দলিলাদি ধ্বংস করে ফেলার বিষয়টি এতো দিন তা গোপন রাখা হয়েছিল।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য সংবর্ধনার আয়োজন করতে গিয়ে কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের কর্মকর্তারা দলিলাদি ধ্বংস করে ফেলার এই স্পর্শকাতর বিষয়টি জানতে পারেন।
বাংলাদেশের মুক্তিবাহিনীর বিভিন্ন শিবির কোথায় ছিল এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করতে গিয়েই এ ব্যাপারটি প্রকাশিত হয়ে পড়ে।
বাংলাদেশের মুক্তিবাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে গিয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর দেখে এ সংক্রান্ত অনেক তথ্য অথবা দলিল, যেগুলো সংরক্ষিত থাকার কথা ছিল, সেগুলো নেই। এরপর দলিলগুলো খুঁজতে সর্বাত্মক উদ্যোগ নিলেও সেগুলো আর পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




