এই বইটি পড়লে বুঝবে মাশা কেমন বুদ্ধিমতী। তবে সে তো এমনিতেই বোঝা যায়।বুদ্ধিমতী না হলে কি আর তাকে নিয়ে কেউ বই লেখে ? ছবি আঁকে ?এমন কি এক্কেবারে ছোটতেই , মাশা যখন দোলনায় , তখন ই সে একহাতে ঝুমঝুমি বাজাতো আর আরেক হাতে মশা তাড়াত।
তাই না দেখে মাশার বাবা-মা, দিদিমা ,তাদের আত্মীয়স্বজন, চেনা পরিচিত , পরিচিতদের আত্মীয় ,আত্মীয়দের পরিচিত , সবাই একবাক্যে বলেছিলো -- ' সত্যি ই , খুবই , খুবই বুদ্ধিমতী মাশা।'
দুঃখের কথা মাশার ছোট ভাই ভিতিয়া সম্পর্কে বলা যায় না সে বুদ্ধিমতী।তবে তাতে যায় আসে না। বইটি পড়লে তোমরা দেখাবে একা মাশার বুদ্ধিতেই দুজনার কুলিয়ে যাবে।
আর ববিক, রবিক , লবিক , জুবিক সম্পর্কে কি করা যায় ? কেবল প্রশংসা। এরা হলো দুনিয়ার সবচেয়ে চালাক , সবচেয়ে দৌড়বাজ, সবচেয়ে বাধ্য কুকুর। বিশ্বাস না হয় পড়ে দেখো।
আর একটা কথাঃ গল্পগুলো কিছুটা বলবো আমরা , কিছুটা তোমরা ; ভাবনা নেই , ছবিগুলোর দিকে ভালো করে তাকালেই কিছুই আর বুঝতে বাকি থাকবেন না।
মাশা আর তিনসেরী হাঁস
মাশা আর চুম্বক
মাছির জ্বালাতন আর মাশার বুদ্ধি
মাশার কাপড় কাচা
মাশার কাপড় শুকনো
মাশার শহর যাত্রা
মাশার বাড়ি ফেরা
মাশা , ববিক আর রণ-পা
মাশার বাগান পরিষ্কার
মাশার ধনুক ছোঁড়া
মাশার স্কেটিং শেখা
মাশা আর শেয়াল
মাশা , ভিতিয়া আর কুকুর
বুদ্ধিমতী মাশার গল্প এখানেই শেষ হলো। আগামীতে অন্য কোন ছবি গল্প নিয়ে আসবো বাচ্চা আর বাচ্চার বাবা মায়েদের জন্য। ভালো থাকুন। শৈশব ফিরে আসুক।
---------------------------------------------------
মাঝে মাঝে শৈশবের সেই রাশিয়ান বইগুলো বুকের মাঝখান থেকে আচমকা বের হয়ে আসতে চায় লেখায়। খুব ছোটবেলায় যখন আব্বা আমাকে বই পড়ে শোনাতেন , যখন আমি বানান করেও পড়তে পারতাম না , যখন আমি স্কুলেও যেতাম না -- তখন থেকেই রাশিয়ান বইগুলো আবার সাথেই আছে। তাই সেই 'ছোটমানুষের ' বইগুলোকে মাঝে মাঝে আমি শৈশবের স্কুল বলে ডাকি !
ছবিঃ https://sovietbooksinbengali.blogspot.com/ (রাশিয়ান শৈশবের সম্ভার!)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩