জীবনানন্দের মত কোন নির্ভেজাল উপমা
আমার মাথায় কখনো আসেনা।
রবি ঠাকুরের কাব্যে নিখাদ প্রেমময়ী গীতবান,
উচ্চারিত হয়নি আমার কবিতায়।
শ্রাবনের ঘনঘটা আকাশ কে দেখে,
তোমার জন্য কোন ছন্দ জোগাড় করতে পারিনি কখনো?
শরতের কাশফুল কি শুধুই সাদা?
নাকি সেই শুভ্রতা বিলীন হয় তোমার পবিত্র শরীরে?
ঠিক সেভাবে ভাবা হয়ে উঠেনি আমার!
তোমার জন্য যে একেবারেই ভাবিনা,
এমনটা বলছি না।
শুধু আমার কলমের অগ্রভাগ নিষ্প্রান হয়ে উঠে
তোমাকে নিয়ে লিখতে গেলে।
যেমন ধরো ,
বৃষ্টি আসি আসি বলে আসেনা,
আকাশে শুধু কালো মেঘমালা খেলা করে!
তবু দেখো,
মুঠোফোনে তুমি প্রতিনিয়ত বাজো,
তোমার রিনঝিন কন্ঠস্বরে কেটে যায় আমার প্রতিটি দিবস।
জানো,
রাতে আমার ঘুম হয়না, আমি ভাবি, তোমার জন্য লিখবো বলে ভাবি!
অনবরত বলে যায় 'ভালোবাসি',
কিন্ত কলম কোন ছন্দ প্রসব করে না আমার কবিতায়।
নিজেকে বড় অসহায় মনে হয়,
ঘামে ভেজা শরীরে তোমার উষ্ণ স্পর্শ আমাকে আন্দোলিত করে,
কোই কখনো তো আমার কবিতায় সেগুলো বাঁধতে পারিনি?
প্রিয়তমা আমার তবু
মনে রেখো,
তিলে তিলে রক্ত শিরায় যে আহবান আমি তোমার জন্য বয়ে বেড়াচ্ছি ,
সেই আহবান আকাশে বাতাসে তোলপাড় তুলে
নিয়ে আসবো আমার খাতায়,
প্রেমময়ী বধু আমার
তোমার জন্য নিখাদ ভালোবাসার কবিতাটি খুব শীঘ্রই রচিত হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫