
১.
" স্যার আপনি এতো দেরি করে আসবেন সেটা আগে জানালেই পারতেন। আমি সকাল সাতটা থেকে এখানে অপেক্ষা করছি। "
কথা বলার পর সাইফুজ্জামান তাঁর চাকুরী জীবনে অষ্টম বারের মত চাকুরী হারালেন।
২.
বিয়েবাড়িতে চা খেতে দিয়েছে। নুরুদ্দীন এক চুমুকে অনেকখানি চা মুখে নিয়ে জিহবা পুড়িয়ে অবাক হয়ে বললেন ,আরে ! চা তো গরম !
৩.
দুপুর থেকে অন্ধকার , আকাশে কালো মেঘ। প্রবল বৃষ্টি হলো বিকেল পর্যন্ত। বৃষ্টি শেষ হবার পর মেঘ সরে গেল। আলোকিত হলো চারিদিকে। আরিফ উৎফুল্ল হয়ে বললো , মনে হচ্ছে এখন দিন।
৪.
একজন কবিকে বলা হলো রূপচর্চা বিষয়ক টিপস লিখতে:
"ব্রণের উপর রসুন
খুব ভালো কাজ দেবে ভালো করে ঘষুন।
কনুয়ের কালো দাগে
কি করবেন বলুন ?
লেবুর সাথে চিনি মিশিয়ে
খোসা সহ ডলুন।
পায়ের গোড়ালি ফাটা?
ক্রীম স্ক্রাবের ঝামেলা বাদে
মাখন পেঁয়াজ বাঁটা। "
৫.
কোন পিরিয়ডে স্যার কোন কারণে অনুপস্থিত থাকলে অ্যাসিস্ট্যান্ট হেডস্যার ক্লাস নিতে আসেন। আমাকে পিছনের বেঞ্চে বসে থাকতে দেখে বললেন , আমি যেই দিনই আসি সেইদিনই তুমি পিছনে বসো ?
আমি ভয়ে ভয়ে বললাম , আসলে স্যার ব্যাপারটা তেমন না। আসলে , আমি যেইদিনই পিছনে বসি আপনি সেইদিনই ক্লাসে আসেন।
৬.
বাচ্চা শ্যালিকার পায়জামার বিশেষ অংশ ছেঁড়া দেখে দুলাভাই তাকে সুন্দর দেখে একটা প্যান্ট কিনে দিলেন।
বড় শ্যালিকা ভাবলো , দারুন মজা তো।
যে নিজেই পায়জামার বিশেষ অংশ ছিঁড়ে দুলাভাইয়ের সামনে ঘুরে বেড়ালো।
না , দুলাভাই তাকে পায়জামা কিনে দিলো না। আপনি ঠিক ধরেছেন।
ছবিঃ imgflip
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




