
১.
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' আজ বড্ডো গরম। ক'ফোঁটা জলের বড় প্রয়োজন। ''
আশেপাশের পক্ষিকুল মাথা নাড়ায় , সায় দেয় -
'' হমম... ক'ফোঁটা জলের বড় প্রয়োজন । ''
ক'ফোঁটা জলের জন্য পা বাড়েনা কেউ।
অভাগা চাতক মাতম তোলে , ডুকরে কাঁদে উদ্ধো আকাশে।
২.
চাতকের হাহাকারে বাতাস ভারী হয়
তপ্ত আকাশে জমতে থাকে কালো কালো মেঘ
সেই মেঘে বৃষ্টি হয়
বিলের জলে পানকৌড়ি ডুব দেয়
এপার থেকে ওপারে,
ডানা ঝাপটায় জলহাঁস।
সমগ্র পক্ষীকুলের গায়কেরা গা ভেজায় , গান গায়
সুর আর ছন্দের তুবড়ি ফোটায় পক্ষীকবিরা।
৩.
অতঃপর ,
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' ক'ফোঁটা জলের বড় প্রয়োজন। ''
সমগ্র পক্ষিকুল মাথা নাড়ায় এবং সায় দেয়।
ফুটনোটঃ
পানির খুব কাছাকাছি থাকার পরেও চাতক বৃষ্টির পানি ছাড়া অন্য কোন পানি পান করে না। এমন কি মৃত্যুর সময় মাটিতে পিঠ ঠেকিয়ে ,পা দুটোই উপরের দিকে তুলে,ঠোঁট হা করে ,চোখ দুটো খুলে আকাশের দিকে তাকিয়ে মারা যায়।
----------------------
কর্পোরেট ডেস্ক থেকে
১৬.০৪.১৯
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




