
@হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি@
ধরো,
কাল ভোরে সূর্য উঠলো না
স্বপ্নের আঙিনায় ফুটলো না কোন ফুল
পুরোপুরি শুকিয়ে গেল স্বপ্নের পুকুরের জল
বুকের বামপাশে থাকলো না কোন
জমাট বাঁধা খসখসে স্পর্শ।
আকাশের বুকে উড়লো না কোন নবীন ঈগল
জ্বালানো মোমবাতিগুলো নিভে গেল দমকা হাওয়ায়
নিমেষেই ভূ-পাতিত হলো বাতাসে উড়া কিছু সকরুণ আহবান
নীলপদ্মগুলো শুকিয়ে গেল-
জলাভাবে মরা কিছু মানুষের মতো।
ধরো,
ঝরে গেল অসহায় হলুদ বিষন্ন পাতা গুলো
হারিয়ে গেল তোমার জন্য হৃদয়ে তুলে রাখা কিছু কবিতা।
ফাউন্টেনপেনের কালি চুষে নেয়া কাগজটা
দুমরে মুচড়ে পড়ে রইল ওয়েস্ট বাস্কেটে।
কিছু একটা হবে বলে, শেষ-মেষ
কোন কিছুই হলো না
হলো না আসলে কিছুই।
সবাই এসেছিলো যার যার মতো
সবাই চলে গেলো
তুমিও এসেছিলে-
তুমিও কী তবে চলে যাবে?
_________
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিঃ
“কোন কণার অবস্থান এবং ভরবেগ একইসাথে নির্ভূলভাবে নির্ণয় করা সম্ভব নয় । এদের একটিকে যতটা নিখুঁত করা হবে, অন্যটি তত অনিশ্চিত হবে ।”
বিঃদ্রঃ আমার কবিতার শিরোনাম কিংবা কবিতার সাথে 'হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি'র কোন সম্পর্ক নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




