অনেকে বলছে ঢাবির পোলাপাইন ঠিক করে নাই বড় লোকের মাইয়ার গাড়ি ভাইঙ্গা দিসে......তাগোর উদ্দেশে আমার জিজ্ঞাসা একটা মেধাবী ছাত্রের জীবন কয়েকটা গাড়ি থেকে কম.............??

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায়ই বাইরের লোকজন গাড়ি চালানো শিখতে আসেন।উল্লেখ্য, ঢাবির মধ্যে শিক্ষকদের এবং কর্তৃপক্ষ অনুমোদিত গাড়ি ছাড়া অন্য প্রাইভেটকারের চলাচল নিষেধ। বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ও ভারী গাড়ি চলাচলের নিয়ম না থাকলেও গাড়ি চলছেই। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সম্প্রতি টিএসসি এলাকায় গাড়িচাপায় মারা যান রোকেয়া হলের এক কর্মচারী।.............।কিন্তু অনেকের কথা সব দোষ আমাদের ছাত্রদের.....।
এত ঘটনা ঘটলেও ক্যাম্পাসের নিরাপত্তায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি । সাধারণ ছাত্রদের অভিযোগ, গতকাল দুপুরে দুর্ঘটনায় ছাত্র আহত হলেও উপাচার্য তাঁকে দেখতে যান সন্ধ্যা সাতটায়।
প্রশাসন যদি জীবনের নিরাপত্তা না দিতে পারে তাইলে গাড়ি ভাঙ্গলে দোষ কই???
সূত্রঃ
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




