হাসিনা তুই মিথ্যেবাদী খল!
আওয়ামীলীগ তোর সর্বনেশে দল!
হাসিনা তুই করবি কত ছল?
এখন খুলেই সেটা বল!
ডিজিটালের কথা ব'লে এলি!
গদিতে বসেই পাল্টি খেলি!
সাম্রাজ্যবাদী পুঁজির স্বাদে ভুলে
ঝরাস প্রজার চোখের জল।
সদা নাড়িস কাঠি-কল!
তোর মন্ত্রে হলাহল!
গণতন্ত্রের আড়ে পাঠাস
বিরোধীদের অস্তাচল!
বাঙালী গ্রামে গঞ্জে দখল
লুঠ তরাসে হৃতবল।
RAB নামী স্যাঙ্গাৎ, তোর,
মানুষ মারার কল!
ঝুলিয়ে তালা কারখানা-কল
ফন্দি মারার, শ্রমিক সকল!
হল-টেন্ডার দখল করে,
ঠেকিয়ে বন্দুকের নল!
বলেন মহান কেয়ার্ন-টাল্লোর
পুঁজি নিবেশের স্বর্গে এলেম
এমন রক্ত-চোষা-রাজার
দেশেই ঢালি পুঁজির ঢল!
গায়ে মুক্তিযোদ্ধার নামাবলি
মুক্তবায়ুর কবর দিলি
ঢাকতে তামাম কালো ক্ষতে
ঢাললি সাম্রাজ্যবাদী জল!
বলে এই নষ্ট কবি --- শোন্,
তোর শাসনের দিন গোন্,
আর কতকাল সইবে, তোকে
ভোটে আনার পাপের ফল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




