এই মাত্র বিকেল নেমেছে শান্ত, যেন উপত্যকায় শব্দহীন
গোলাপী এরাপ্লেনের অবতরণ।
আঙুরের মত টসটসে কোমলতা চর্তুদিকে,
তোমার মধ্যে কী এক পরিবর্তনের ঝালর।
এই বিকেল চুমোয় চুমোয়
আচ্ছন্ন করে তোমাকে, তুমি নিজেকে সমর্পন করো
বিকেলে হাতে, অনেক কিছু করার ইচ্ছে
তোমার ভেতর নক্ষত্রের মতো জ্বলতে থাকে, অথচ কিছুই
করা হয় না। হাতের চিরুনি হাতেই
লগ্ন নিশ্চল ; চুল
ফুঁসতে থাকে জ্যেষ্ঠের মেঘের মতো, তুমি
আয়নার সামনে নিঃসাড়। চুল আচড়ানো স্তব্ধতায় স্থির, বিকেলে
গদ্য কবিতার চাল।
(সংক্ষেপিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



