
সত্যের মত একটা প্যারাসিটামল ট্যাবলেট
খাওয়ার আধা ঘন্টা পরই নিশ্চিন্ত ঘুম,
চলছে মিটিং, মিছিল, বক্তৃতা, স্লোগান
আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না দেব না...
কতক্ষণ আর এভাবে ঘুমানো যায় সুজন ?
প্যারাসিটামল তো পুরোপুরি মাথাব্যথা ভাল করেনা
সাময়িকের জন্যে শুধু ব্যথা থেকে মুক্তি দেয়;
কেউ কি বদলে দিচ্ছে জীবনের ধারাপাত ?
তাহলে আঙুল উঁচিয়ে কেন বলতে পারছিনা
রাজা, তোর পরনে কোন কাপড় নাই, তুই দিগম্বর
এখন কচ্ছপও তার খোলস থেকে বের করছে মাথা,
কিছু ঝিনুক যখন প্রতিশ্রুতি দিয়ে বলে যাচ্ছে
ভাইসব, একদিন আমরাই মুক্তা এনে দেব এই বাংলায়
তখন কচ্ছপ আমাদেরকে ফেনী নদীর ভূগোল শেখাচ্ছে
আর বলছে এর উৎপত্তি, পরিধি, ব্যাসার্ধ, জলের গতি, মাপ, প্রাপ্তি...
আমরা কি এবার পর পর দুটো প্যারাসিটামল খাব সুজন ?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


