
এখন আর কোন কিছুতেই মন খারাপ হতে নেই;
বার বার রাস্তাটা হারিয়ে ফেললে অথবা অতি চেনা
নদীটির হঠাৎ দিক পরিবর্তন দেখলে কিংবা
যে জমিতে তুমি ফসল ফলাচ্ছো বার মাস
সেই জমিতে ঋতু বদলে ফসলের পরিবর্তে
অচেনা দীর্ঘশ্বাস জন্ম নিলে - মন খারাপ করতে নেই
আলেয়ার কথা না হয় বাদই দাও
দিগন্তকে তো দিনের আলোর মতই মনে হয়
তবু হাঁটতে হাঁটতে সেও একদিন অধরা থেকে যায়
তারপরও ক্লান্ত পথিকের চোখের দিকে তাকালে
যে কেউ খুঁজে নিতে পারে এক খন্ড দিশা,
রাত শেষে হয়ত সেটাই সূর্যালোকের শেষ ভরসা
তাই, কোন কিছুতেই এখন আর মন খারাপ করতে নেই ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



