কথা ছিল তুমি এলে আমি নতুন করে সাঁজবো।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে তুমিতো এলে ঠিকই,
কিন্তু আমার সাঁজা আজও হল না।
তোমার প্রতীক্ষায় থাকতেই আমি বড় ক্লান্ত ছিলাম,
এখনও সেই ক্লান্তি আমার দৃষ্টিতে স্পষ্ট,
সেই ক্লান্তি তোমার স্নিগ্ধতাও মুছে দিতে পারেনি,
তুমি এসেছ সেওতো অনেক দিন হলও,
একটি, দুটি, তিনটি করে অনেকগুলো বছর,
এখন তোমার কৈশোর বলবো,
না যৌবন, নাকি বৃদ্ধকাল?
আচ্ছা, তুমি থাক কোথায়?
তোমায় খুঁজেছি অনেক, পেয়েছি কোথাও!
তবে তোমার বৈধের চেয়ে অবৈধ আবাসই বেশি।
এই কি চেয়েছিল তোমার নির্মাতারা?
এই কি চেয়েছিল তোমার জন্মদাতারা?
যারা তোমায় জন্ম দিয়েছে ঔরসে নয়,
বুকের তাজা রক্তে।
হে স্বাধীনতা, আমি বাংলাদেশ বলছি!
তুমি কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




