somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইকেল বালাক : দ্যা লাকি ১৩

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা প্রশ্ন, যুগে যুগে কি সেন্টার মিডফিল্ডাররাই দলের পুরো মিডফিল্ডের মূল ভার বহন করেছে? প্রশ্নটা করার কারণ গত দশক থেকে এখন যত ফুটবল দল দেখেছি তাদের বেশির ভাগেরই মধ্যমাঠের সেনাপতি সেন্টার মিডফিল্ডার। রিয়ালের আলোন্সো, লিভারপুলের জেরার্ড, চেলসির ল্যাম্পার্ড, বার্সার জাভি, এমনকি আমাদের জাতীয় দলের মামুনুল। তবে একজনের কথা না বললেই না- মাইকেল বালাক।

এই মাঝমাঠের সেনাপতির ক্যারিয়ার শুরু হয় জামার্ন লিগের দ্বিতীয় সারির দল চেমনিটজারে। সেন্টার মিডফিল্ডে অসাধারণ পারফর্মেন্স আর দুই পায়ের চমত্‍কার কাজ সবাইকেই মুগ্ধ করে। তাই ১৯ বছর বয়সে যখনে প্রথম প্রফেশনাল কনট্র্যাক্ট সাইন করতে যান তার আগেই গায়ে 'ছোট কাইসের' এর তকমা লেগে গিয়েছিল। যানেন এই 'কাইসের' কে ছিল? লেজেন্ড ফ্রেন্জ ব্যাকেনবিউরের। দলের চরম খারাপ পারফর্মেন্সের পরও নিজের ধারাবাহিক ভালো খেলার ফল দ্রুতই পান, বুন্দেসলিগার নবাগত দল কাইসেরস্লাটের্নে এ নাম লিখিয়ে। তার পরের টুকু শুধু রূপকথা বললেও ভুল হবে। ইতিহাসের প্রথম নবাগত দল হিসেবে বুন্দেসলিগা জয় করে কাইসেরস্লাটের্ন, যার পেছনে এক বিশাল অবদান ছিল তার, ত্রিশ ম্যাচ খেলে করেন ৪ গোল এবং হয়ে ওঠেন দলের অপরিহার্য অংশ।

১৯৯৯-০০ মৌসুমের শুরুতেই জার্মানির সবচেয়ে প্রতিভাবান এই মিডফিল্ডারকে দলে নিয়ে আসে বায়ের লেভারকুজেন। এই ট্রান্সফারটা যে কতটা সফল ছিল তা পরের তিন মৌসুমেই পাওয়া যায়। কোচ ক্রিশ্থপ ডম বালাককে দেন অ্যাটাকিং মিডফিল্ডে খেলার সুযোগ, যার ফলস্বরূপ ৩ মৌসুমে তার পা থেকে আসে ৩৬ গোল। ২০০১-০২ সালটা ছিল তার ও তার দলের জন্য দু:স্বপ্নের মতো। লিগে শেষ তিন ম্যাচে পাঁচ পয়েন্ট হারিয়ে লিগ জেতার সুযোগ হারানো, চ্যাম্পিয়ন্স লিগ ও কাপের ফাইনালে হেরে ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ নষ্ট করে তারা। আর তার সাথে ২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল হারের স্মৃতি তো ছিলই।

বিশ্বকাপের চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর পরের মৌসুমে যখন প্রায় সবাই নিশ্চিত বালাক রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন, ঠিক তখনই সবাইকে অবাক করে যোগ দেন বায়ার্ন মিউনিখে। প্রথম মৌসুমেই জেতেন লিগ ও কাপ, যদিও দ্বিতীয় মৌসুমটি ছিল ট্রফি শূন্য। তৃতীয় মৌসুমে আবার ডাবল জয়। বালাক-ই ছিলেন নতুন কোচ ফেলিক্স মাগাথের মিডফিল্ডের একমাত্র রেগুলার সদস্য। ৪র্থ মৌসুমে তৃতীয় বারের মতো জেতেন ডাবল। চার মৌসুমে ১০৭ ম্যাচ খেলে করেন ৪৪ গোল।

ম্যান্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইন্টার ও এসি মিলানের প্রবল আগ্রহের পরও ২০০৬-০৭ মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে নাম লেখান ইংলিশ ক্লাব চেলসিতে। তবে চেলসিতে যোগ দেওয়াটা তার জন্য খুব ভালো কাজ হিসেবে প্রমাণিত হয়নি। দলে এসেই সেন্টার মিডফিল্ডের বদলে উইংয়ে খেলতে হয় তাকে। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে 'বিবর্ণ' পারফর্মেন্সের ফলে পরের মৌসুমগুলোতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারাতে হয় তাকে। পরের মৌসুমে ইন্জুরি ও সিডওয়েলের কাছে যায়গা হারান তিনি। ফিটনেসের অভাবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন তিনি। পরের মৌসুমগুলোতে ভালো খেললেও 'সেই বালাক' কে আর খুঁজে পাওয়া যায় নি। চেলসির হয়ে চার মৌসুমে জেতেন একটি লীগ শিরোপা, একটি লীগ শিরোপা, তিনটি এফএ কাপ ও একটি কমিউনিটি শিল্ড।

২০১০-১১ মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ২ বছরের জন্য যোগ দেন তার সাবেক ক্লাব বায়ার লেভারকুজেনে। ২রা অক্টোবর, ২০১২ তে এই ক্লাবেই অবসর নেন এই জার্মান।

জার্মান জাতীয় দলের অধিনায়ক হিসেবেই বালাকের পরিচিতি ছিল বেশি। জার্মান জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারেন নি তিনি। ২০০২ বিশ্বকাপের ফাইনাল, ২০০৬ বিশ্বকাপের সেমি ফাইনাল, ২০০৮ ইউরো ফাইনালের ব্যার্থতা এই লেজেন্ডের ক্যারিয়ারে কোনো আন্তর্জাতিক ট্রফি এনে দিতে পারেনি। তবে এসব ট্রুনামেন্টের প্রতিটিতেই 'বেস্ট ইলেভেন' এ চান্স পেয়েছিলেন বালাক। তিনবারের জার্মান বর্ষসেরা এই খেলোয়ার ২০১০ বিশ্বকাপের পর ফিলিম লামের 'বিশ্বাসঘাতকতার' জন্য জাতীয় দলের জন্য হয়ে শেষ দুটি বছরে ছিলেন অনেকটা অসহায়।

একজন আদর্শ সেন্টার মিডফিল্ডের প্রায় সব গুণই ছিল তার মধ্যে। চমত্‍কার পাসিং রেন্জ, দারুন সব গোল করার ক্ষমতা, বলের ওপর চরম স্কিল্স আর হ্যাঁ, দলের মিডফিল্ডে সেনাপতির মতো দাপিয়ে বেড়ানোর ক্ষমতা তাকে করে তুলেছে সবার প্রিয়। সব কিছুই ছিল তার শুধু একটা জিনিস বাদে, আর তা হলো 'ভাগ্যের ছোঁয়া'। নাহয় হয়তো বা কয়েক দিন পর তাকে দেখা যেত বিশ্বের সর্বকালের সেরাদের তালিকায়। তিনি হলেন সেই খেলোয়ারদের একজন যারা বিশ্বকে বোঝাতে পেরেছে, অমর হতে বিশ্বকাপ লাগে না।

আর এটাও বুঝিয়েছেন, দলের জন্য ১৩ নম্বর জার্সিটা আসলেই আনলাকি না।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিশ্রুতি দাও

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

প্রতিশ্রুতি দাও
সাইফুল ইসলাম সাঈফ

প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়নি
প্রতিশ্রুতি কেউ দেয়নি
ভালোবাসা খুব দরকার
কিন্তু তা খুব দুর্লভ!
তোমার প্রীতি খুব প্রয়োজন
ঠিক আমারও চাই এখন!
যদি মনোমত, পছন্দ হই
প্রতিশ্রুতি দাও, সাড়া দাও।
বাগানে অজস্র ফুল ফোটে
সবাই... ...বাকিটুকু পড়ুন

জাস্টিসের পক্ষে আছি, মবের পক্ষে নই!

লিখেছেন জটিল ভাই, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৭

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

ব্লগে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি চিরকাল বিদেশি শক্তির ক্রীড়নক হয়েই থাকবে? আপনার কি মনে হয়?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তবে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় কোনো দেশই পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, বিশেষত যখন দেশটি ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে। দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শবে বরাতের দিন গুলো সব বদলে যাচ্ছে....

লিখেছেন অপু তানভীর, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

যখন ছোট ছিলাম তখন শবে ই বরাত এলে আমাদের বাসায় বাসায় একটা উৎসবের মত অবস্থা হত। ঈদের আগের উৎসব এই দিন দিয়েই শুরু হত তখন । যতই ধর্মীয় গাম্ভীর্যের ভাব... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা.....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৭


হিসাবে দায়িত্ব পালন করছে এমন মন্তব্য করেছেন কলকাতার সাংবাদিক ও লন্ডন ভিত্তিক একটিভিস্ট অর্ক ভাদুড়ী। ফাইনালি কলিকাতার একজন দাদা বিষয়টি বুঝতে পেরেছেন। যে হারে কলিকাতার ফাটাকেস্ট শুভেন্দু ইউনূস সরকারের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

×