নীলিমার বুক জুড়ে একটি ঘাস।
২
অসীম দিগন্তে বিস্তৃত আকাশ।
৩
সবুজ শ্যামলের প্রান্তর।
৪
যেখানে আকাশ মাটি ও নদী মিলেমিশে একাকার ।
৫
মন চাই হারিয়ে যায় দূর অজানায়।
৬
অসিম বিশালতার মাঝের সমান্তরাল সবকিছুই ফাঁকা।
৭
দূরে কোথাও মিলিয়ে গেছে সবুজ আর নীল আকাশ।
৮
কুলে একলা বসে আছে শূন্য তরী।
৯
অকুল দরিয়ার বিষম পাথারে শুন্য আমার জীবন তরী।
১০
তোর সুবাস মাখা ঘাসে অঙ্গ বুলাইরে।
১১
ছোট্ট সবুজ ঘাসের বাচ্চা যেন দুহাত মেলে দাড়িয়ে আছে।
১২
সূর্যের রেখে যাওয়া শেষ লালিমা।
১৩
সাঁজের বেলায় মনে হয় ঐ আকাশটা শুধু আমার।
--------------------------------------------------------------------------
উৎসর্গঃ শ্রাবণ জল
--------------------------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




