প্রথমেই বলে নেই , আমি য়েই দলটি বানালাম আমার মনে হয় এই দল অন্য য়েকোন দলের সাথে খুব সহজেই জিতে যাবে । সেই জন্য এই দলে ৫ জন ব্যাটসম্যান ১ জন অলরাউন্ডার ১ জন উইকেট কিপার , ৪ জন বোলার নিয়ে করা হয় নাই । যদিও একটি দলের সঠিক কম্বিনেশন এটাকেই ধরা হয় । আমার দল টা শুধুমাএ ম্যাচ জয়ের জন্য করা হয়েছে
১. ক্রিস গেইল : বর্তমান সময়ে ওপেনিং এ গেইল এর কোন বিকল্প নাই । সেরা সময়ে যেকোন দল কে একাই হারিয়ে দেওয়ার জন্য যতেষ্ট ।
২.শেইন ওয়াটসন : এই পজিশনে তামিম, দিলশান , ওয়ার্নার আসতে পারত । হার্ড হিটিং বেটিং এর জন্য ওয়াটসন ই বেস্ট ।
৩.মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক) : ওয়ান ডাউনে বর্তমানে তার বিপরিতে কোহলি কেই বিবেচনা করা য়েতে পারে , কিন্তু জয়াবর্ধনে সব রকম চাপ সামলে দলকে জয়ের বন্দরে পৌছাতে উস্তাদ ।
৪.ডি ভিলির্য়াস ( উইকেট কিপার ) : উইকেট কিপার হিসাবে ডি ভিলিয়ার্স আমার প্রথম পছন্দ , ব্যাটসম্যান হিসাবেও অসাধারন ।
৫.কেভিন পিটারসেন : আধুনিক যুগের অন্যতম সুপার ব্যাটসম্যান । য়েকোন ফরম্যাট এ পরিস্থিতি মেনে খেলতে তার জুরি নাই ।
৬.সাকিব আল হাসান : টি ২০ ফরম্যাট এ আসাধারন এক অলরাউন্ডার ।
৭.কিরন পোলার্ড : এখানে ম্যাথুজ কে আনা যেত । কিন্তু ব্যাটিং অলরাউন্ডার হিসাবে সে বেশি কার্যকরি ।
৮.ড্যারেন স্যামি : বর্তমানে স্যামি বোলিং ব্যাটিং দুই টাই ভাল করছে , স্লগ ওভারে তার ব্যাটিং দলের জন্য প্লাস পয়েন্ট ।
৯.সাইদ আজমল : স্পিনে বর্তমানে তার ধারে কাছে আছে রাজ্জাক , নারায়ন । বোলিং বৈচিত্র এর জন্য আজমল এগিয়ে আছে ।
১০.ডেল স্টেইন : বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার ।
১১.লাসিত মালিঙ্গা : ফাস্ট বোলিং আরো কিছু নাম আসে যেমন , উমর গুল , মরনি মরকেল , জহির খান । কিন্তু ইর্যকার এর জন্য মালিঙ্গাই বেস্ট ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




