মিরপুরের ব্লগ ডের আড্ডায় কবি পরিবেশ বন্ধুর সাথে কিছুক্ষন কথা হল । উনার কবি প্রতিভায় আমি মুগ্ধ বিশেষ করে তাৎক্ষনিক কবিতা তৈরি করাতে উনার জুরি নাই । আসল কথায় আসা যাক ... আমিও এককালে কবি ছিলাম
মুক্তিযুদ্ধ
ছেলে আমার ভীষন দুষ্ট
ভয় করে না কাউকে ,
হানাদারের হানা থেকে
রক্ষা করবে দেশকে,
তাইত সে যুদ্ধে গেল
জয় করতে দেশকে,
সে যে আর এলনা ফিরে
দেশ জয় হওয়ার পরে।
বিদ্রহী কবি
দরিদ্রের পরিবারে জন্মে ছিল নজরুল
তার কবিতায় ছিল না একটিও ভুল।
জীবনের সাথে মিলেছে সবি
তাইত তাকে বলা হয় বিদ্রহী কবি।
দুখঃ
সুখি সুখি বলে উল্লাস করনা
দুখঃ তোমার সামনে আছে
তা তুমি জান না ।
সুখ কে পেয়ে তুমি হইও না খুশি
দুখঃ নামে একজন আছে
যে হতে পারে তোমার চিরসঙ্গী ।
পরিবেশ বন্ধুর প্রসঙ্গ আনলাম এই কারনে যে উনার সাথে দেখা না হলে আমি যে এককালে কবি ছিলাম সেটা হয়ত মনেই আসত না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




