আগামী মাসে ইন্ডিয়া টিম আসছে বাংলাদেশে । তিন ম্যাচ এর ওডিআই সিরিজ খেলতে । ধনী ও কোহলি বিহীন ইন্ডিয়া টিম কে এবার বাংলাওয়াস করতে হবে । এর কোন বিকল্প নাই
১. তামিম ইকবাল ( হার্ডহিটার ও ফর্মে ফিরলে ইন্ডিয়ার খবর আছে
২. এনামুল হক বিজয় ( ঠান্ডা মাথার ব্যাটসম্যান , তিন ম্যাচে একটা সেন্চুরি মাস্ট )
৩. মমিনুল হক ( তিন নাম্বারে দুর্দান্ত ফর্মে আছে )
৪. সাকিব আল হাসান ( বিগ বসসসসসস )
৫. মুসফিকুর রহিম ( বাংলাদেশের সেরা ব্যাটসম্যান , কিছু দিনের ভেতর বিশ্বসেরা ব্যাটসম্যানও হবে
৬. নাসির হোসেন ( বাংলাদেশের মাকেল বেভান
৭ . মাহমুদুল্লাহ রিয়াদ ( সমালোচনা বন্ধ করেন , সে তার সেরা সময় ফিরে পাচ্ছে )
৮ . জিয়াউর রহমান ( ওর সঠিক ব্যাবহার করতে হবে ক্যাপটেন কে )
৯. মাশরাফি বিন মোর্তজা ( নো ইনজুরি , বসসসস কাম এগেইন )
১০. আব্দুর রাজ্জাক রাজ ( আমি অফ র্ফম বলব না , ও বিশ্বের অন্যতম সেরা বামহাতি স্পিনার )
১১. আল আমিন হোসেন ( কোয়ালিটি ফাস্ট বোলার , শেষের দিকে দুর্দান্ত বল করে । তাই রুবেল কে টপকে ওই আসবে )
স্কোয়াডের বাকিরা হলেন :
রুবেল হোসেন , শামসুর রহমান শুভ , ইমরুল কায়েস ।
অনেক দিন পর ব্লগে লিখলাম । কিছু মানুষের অনুপেরনায় সামুর সাথে আছি থাকব ।
হাসান মাহবুব ভাই , কান্ডারী ভাই , মামুনুর রশিদ ভাই , আমিনুর ভাই আপনাদের অনেক ধন্যবাদ । আপনারা আছেন বলে আমি এখনো সামুতে আসি ।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




