কত সুন্দর ই না ছিল ছোট সময়ের সেই দিন গুলো । এমনি বৃষ্টির দিনে বন্ধুরা সবাই মিলে চলে যেতাম মাঠে । বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা ছিল সবচেয়ে কমন ।
আর বাকি যেই খেলা গুলো ছিল আমাদের ফেভারিট তা শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে । এখনো মনে আছে একবার প্রায় ২ ঘন্টা বৃষ্টির মাঝে একটানা ক্রিকেট খেলেছিলাম । আর এর পরিনতি ক্রিকেট ব্যাট ফুলে ঢোল
বেশী মজার ছিল রান নিতে গিয়ে অর্ধেক যেয়ে ধপাস করে পরে কাদায় গড়াগড়ি খাওয়া
বউছি খেলাও ছিল অনেক মজার আরেকটি খেলা , যা বৃষ্টির মধ্যে খেলতে আরো বেশি মজা হত । ছি কুত কুত করে বউ এর সামনে এসে ধপাস করে পরে যাওয়া যে কত মজার ছিল তা বুঝানো যাবে ।
আসলে পুরানো দিনের মজার স্মৃতিগুলো বেশি করে মনে পরছে তাই সবার সাথে শেয়ার করার চেস্টা করলাম ।
জানিনা ঠিক ভাবে উপস্থাপন করতে পারলাম কিনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




