সামুর জনপ্রিয় ব্লগার রা এখন কোথায় ???
সবার মনে এই প্রশ্নটা রয়েছে । আমি ভাল করেই জানি তারা সকলে কোথাই আছে । সবাই এখন ফেসবুক নিয়ে ব্যাস্ত ।
আরে ভাই এই ব্লগ টা কিন্তু এক সময় ফেসবুকের চেয়ে বেশি জনপ্রিয় ছিল । তখন আমরা এই সামুতেই বেশি সময় দিতাম । ফেসবুক ছিল শুধু লুলামীর জন্য ।
আমি না হয় বিযে করে এখন কোথাও সময় দিতে পারি না । তাই বলে কি সবার সামু ছেড়ে চলে যেতে হবে ?
যারা যারা এখন ফেসবুক সেলেব্রেটি তাদের অধিকাংশই এই সামুর মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন ।
তাই সকলের কাছে আমার আবেদন দিনে কিছটা সময় হলেও সামুতে আসুন , সামুকে আবার সরগরম করে তুলুন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




