সকাল সকাল ভাবছিলাম তোমায় নিয়ে লিখবো একখান প্রেমের কবিতা ।
কিন্তু একী হলো ...
আমি একটা লম্বা লাইন টানলাম কাগজে ____________________
তুমি হেসে দুটো কাছাকাছি ডট দিয়ে বললে
'দেখো! আমরা! হাঁটছি' ......
আমি বললাম ...
- ''তা কেন...দেখো আমার লাইনটিতেই
ইনফাইনাইট সংখ্যক বিন্দু, নানান আমরা ।
একে অন্যের কাছে আসছি , নানান দূরত্ব থেকে ''
তুমি রেগেমেগে লাল , তোমার দুটি বিন্দু জুড়ে আর একটা লাইন টানলে
আর বললে ...
- 'আসতে হবে না কাছে , থাকি আমরা সমান্তরাল '
বোঝে কে এইবার অভিমানের জ্যামিতি! - বললাম আমি
আমি চটপট আমার লাইনটি টেনে মিশিয়ে অন্য লাইনটিতে
চেপে চেপে মিলনবিন্দুটি ঘন করে বললাম...
- দেখো এটা আমরা , দুজনে একসাথে মিশে আছি ।
এতক্ষণে বিখ্যাত হাসিটি ফুটলো, --- তোমার মুখে । খিল খিল করে হেসে দিয়ে আমার কাধে মাথা রাখলে তুমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




