শেষ রাতে জ্বলে মিটিমিটি একটি তাঁরা
তাঁরাটির নাম আমি দিয়েছি শ্রাবণ ধারা ।
পশ্চিমের সে তাঁরার সাথে দেখা হয়না
পূর্বের গর্ভে থাকা রবির আভা ।
তখন আমি দক্ষিণ কোন জানালায় কান পেতে থাকি
উত্তরের পিচ মাটির রাস্তায় তোমার পদধ্বনির আওয়াজ ।
নিভে যায় পশ্চিমের তাঁরার আলো
কিরণ ছরায় সদা জম্ম নেওয়া সূর্য
উত্তরের পিচ মাটির সে পথটা কেন জানি তখন ও মানব শূন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




