
মানুষ এক বিস্ময়কর প্রাণী
যারা আজকাল খুব
পাপ পূণ্যের হিসেব নিয়ে ব্যস্ত
মানুষ চিরকাল হয়তো ইশ্বর আছেন কি নেই
ও নিয়ে মাথা ফাটাফাটি রক্ত ঝরাবে
আমি তো দেখছি
মানুষ চিরকাল ঘুমিয়েই গেল
মানুষ হতে পারল কই?
মানুষ নানান রঙ ধরে
নানান ঢং করে
যার ধারে কাছে
অন্য মাখলুকাত নস্যি
একদম বাতাসে উড়া খই।
মানুষ চিরকাল কি যেন খুঁজছে
কি যেন চাইছে
কি এক অমুল্য রতন হারিয়ে যাযাবর
যার জন্য এত জমা করছে এটম
এত জমা করছে বুলেট
মানুষ চিরকাল রক্ত নিয়ে খেলে গেল
মানুষ হতে পারল না সই।
আসলে মানুষ হওয়া বড্ড কষ্টের কাজ
জনম ফুরিয়ে আরেক জনম হাজির হয়
তবু মানুষ, মানুষ হয়ে উঠে না
তবে কি আজ প্রশ্ন করা যায়,
মানুষ তুমি মানুষ হতে কত সময় চাও?
কতটা জনম চাও?
কয়বেলা এ নিয়ে ভেবে যাও?
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



