
আমেরিকা যা চায় তা কি হয়ে যায় ? অনেক ক্ষেত্রে হয়ে যায়। একটা কথা মনে রাখা দরকার আমেরিকা ততক্ষণ বন্ধু থাকে যতক্ষণ তার লাভ আছে। মার্কিন মুল্লুক বাংলাদেশ সম্পর্কে যা এখন ভাবছে গত ১০ বছর যাবত সে ভাবনা তাদের কোথায় ছিল ?
আসলে বাংলাদেশ বর্তমানে রাশিয়া, চীন, ভারত বলয়ে আছে আবার মার্কিন বলয়ে আছে কিন্তু সমস্যা হলো ইদানীং চীন আমেরিকা একটা কোল্ড ওয়ার চলছে ভারত ও চীনের বিরুদ্ধে আছে। তাই আমেরিকা, ভারত চাচ্ছে বাংলাদেশ চীনের বিরুদ্ধে যাক তাদের বলয়ের ভেতর থাকুক।
আর ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশের একটা গুরুত্ব আছে যদি চট্রগ্রাম পোর্টে মার্কিন জাহাজ বসে থাকে তাহলে মার্কিনীদের খুব জুইত হয়। সে জুইত আবার চীন দিতে চায় না। বাংলাদেশের সাথে চীনের মিলিয়ন বিলিয়ন ডলার এর ব্যবসা। আমেরিকার সাথে গেঞ্জি কাপড় এর। রাশিয়ার পারমাণবিক চুক্তি। এখন বাংলাদেশ নিয়ে তাদের এত চিন্তা কেন হঠাৎ বেড়ে গেল ? এরা কি জানে না বাংলাদেশে কি হচ্ছে? কেমন নির্বাচন হচ্ছে তবুও কিন্তু এরা শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা জানায়। আজ তাদের কথা মতন বাংলাদেশ চলুক কালকেই দেখবেন বাংলাদেশের মতন এমন বন্ধু তাদের আর দ্বিতীয় নাই ।
শেখ মুজিবের আদর্শ শেখ হাসিনা ধারণ করে চলে। যে আদর্শের কারণে মার্কিন মুল্লুক রেগে যাচ্ছে দিনকে দিন।
এখন মার্কিন মুল্লুক চাইলে সামনের নির্বাচনে বি এন পি জামায়াত চলে আসতে পারে ক্ষমতায়। মার্কিন মুল্লুক খুব ভালো করে জানে জামায়াত কতটুকু ইসলামে আছে। ইসলাম নামক লেবেল আর দাড়ি টুপি লাগাইয়া একটা মুখোশ পড়া মুনাফেক।
এ সকল মুনাফেক ক্ষমতায় আসলে দেশের *গা মারা সারা ! কেমনে? এরা এসেই যুদ্ধাপরাধী মামলায় ফাঁসী হওয়া তাদের আব্বাদের প্রতিশোধ নিবে আর এতে করে দেশের বারোটা তেরোটা বেজে যাবে।
আমেরিকার তাতে কি কিছু আসবে যাবে? কিছুই না। মরলে আমরা মরমু। দেশ গোল্লায় গেলে আমাদের যাবে। যেমনটা সিরিয়া, ইরাক, লেবানন, আফগান গেছে। এরা চায় শুধু এদের লাভ।
মার্কিন হমদির পুতেরা যেদেশে গেছে সেদেশকে লুলা ল্যাংড়া, কানা করে দিয়েছে খালি এই ছুতা তুলে সে দেশে পরিপূর্ণ গণতন্ত্র নাই, মানবাধিকার নাই ইত্যাদি। আদতে যেসব দেশে গেছে তাদের কি গনতন্ত্র ফিরে আসছে বা মানবাধিকার? মোটেও না।
যাক এ প্যাঁচাল পেরে লাভ কি ? আমরা গরীব আদমি হাসিনা আসলেও ঐ বুকে ডর ভয় লইয়া চলি আবার জামায়াত বি এন পি আইলেও একই গতি! আমাগো কোন লাভ নাই। তবু প্যাচাল পারি দেশটা অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া সেই দেশ যেন ইরাক, সিরিয়া, আফগান না হয়।
তয় শেখের বেটি থাকলে কিছুটা উন্নতি হয় এইটা হাছা কথা !
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



