
আমি যখন ইহা লিখছি তখন সারা বিশ্বে জোড়া দুই এসে গেছে। সবাই কে বেলা শেষে নব বর্ষের গরম গরম শুভেচ্ছা।
আচ্ছা, এ বছরে কি খুব বদলে যাবে মেলা কিছু ? মোটেও না। কথায় আছে যায় দিন ভালো, আসে দিন খারাপ। করোনার আগেও কেউ ভাবে নাই এমন একটা মানুষখেকো রোগ আসতাছে। সুতরাং সামনে যে কি হবে আল্লাহ মালুম। তবে ভালোর সাথে সাথে খারাপ ও চলবে।
ধরেন শুরু করি দেশের রাজনীতি নিয়ে কারণ রাজনীতিতে আমাদের এত চুলকানি যে, যে পর্যন্ত চুলকাতে চুলকাতে গর্ত হয়ে লাল পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। এখানে এসে ভাবছি ভোগে যেমন সুখ ত্যাগেও তেমন তবে ত্যাগ নির্ভর করছে আপনি কেমন ভোগ করছেন তার উপর।
গেল বছর উল্লেখযোগ্য যেসব ঘটনা ঘটছে তার কিছু এখনো চলমান যেমন খালেদা অসুস্থ । ইহা একটা রাবার এর মতন হয়ে যাচ্ছে। যেকোনো সময় যেকোনো দিক দিয়ে ছিঁড়ে যেতে পারে। আল্লাহ না করুক খালেদার কিছু হয়ে গেলে বি এন পির ভাংগা কোমড় কতদুর সোজা হবে আল্লাহ মালুম! তাদের জাতীয়তাবাদ আর ধর্ম ভিত্তিক চেতনার দন্ড কি নুয়ে পড়বে? না, জামাত নামক ভায়াগ্রা দিয়ে তাজা রাখবে? সেটা অবশ্য লন্ডনে বসে থাকা সাধুবাবা ঠিক করে নিবেন। যাউগা এই শাউয়ার প্যাঁচাল পেরে লাভ নাই। যারা দেশ চালাচ্ছেন তারাই চালাতে থাক পরিবর্তন এর কাম নাই। কি কন মুমিন গন ?
কি হতে পারে জোড়া দুই এ বা কি হবে বা হতে পারে?
আন্তর্জাতিক দিকে আসি।
১) সৌদি ধর্মীয় নিষেধাজ্ঞা বিধিনিষেধ থেকে কিছুটা নরম ভুমিকা রাখবে মানে বেরিয়ে আসতে থাকবে ।
২) হামাস আর ইহুদিদের গুতাগুতি বেড়ে যাবে।
৩) আমেরিকা মধ্যপ্রাচ্যে নতুন করে আকাম করার ফন্দি আটবে। ইরান, তুর্কি, রাশিয়া, চীন নিয়া একটা বড় কোন ষড়যন্ত্র তৈয়ার করবে।
৪) টাকলার মতন কারো অডিও ফাঁস হতে পারে বা ভিডিও। কি শুইনা শরীর টা হিট হইছে না ? শীতের সময় নেতারা এগুলা যত বেশী উপহার দিবে তত শরীর গরম ! দেশ গরম !
৫) ২/২/২২ এমন তারিখে বহু বিয়া পাগলা ঠাকুর ডুবিয়ে দিবে কিন্তু এসে গেল জোড়া দুই
আমি ক্যানে একলা শুই ! আফসোস !
৬) বহু সেলিব্রিটির সংসার ভাংগবে আবার জোড়া লাগবে।
৭) ভ্যালেন্টাইন্স ডে তে কেউ কেউ লাভ চিহ্ন দেয়া বা অমন প্রিন্টের চাড্ডি পড়ে বউ বা গফের কাছে হাজির হবে। গফ বা বউ ও লাভ চিহ্ন আঁকা প্রিন্টের ব্রা প্যান্টি পড়ে জামাই এর মগজ চিবিয়ে খাবে । হু হু....
৮) পহেলা বৈশাখে শাড়ির সাথে স্লিভলেস পিঠ খোলা ব্লাউজের কিছু রমনী চোখে পড়তে পারে নইলে বালের কিসের জোড়া দুই !
৯) ব্লগে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বিষয় হতে পারে " সর্ব কালের সেরা গুতাগুতির মাষ্টার মশাই কে ? " একজনের নাম জিহবার আগায় এসেও ছ্যাপের সনে ভিতরে চালান করে দিলাম পরে হাগু মুতুর সনে বাইরে ফেলে দিতে হবে কারণ জোড়া দুই ! পুরানো জিনিস ধরে রাখতে নাই। ব্লগে পুরাতন মাল নতুন মোড়কে চলে আসতে পারে যা হয় আর কি !
১০) এইটা কিন্তু সিরিয়াস মামলা জলবায়ুর পরিবর্তনে গরম বেড়ে যাবে। এসি লুংগি বেশী মজুদ রাখুন মাগনা পরামর্শ দিলাম আর কি !
শেষ করছি এই বলে বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তীর একখান কথা দিয়ে উনি হয়তো খুব সম্ভবত নতুন বছর নিয়ে লিখেছেন " এই যে নতুন বছর নতুন বছর বলে এত মাতামাতি কিন্তু ইহা এক বছর এর বেশি টিকে না ! "
হা হা হা সো ফানি ! ভালো থাকবেন সকলে। জলদি বোস্টার টিকা নিয়া নিবেন।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


