মরচে ধরা হৃদয়
আজ বড় চঞ্চল
কে তুমি এলোকেশী ?
সমস্ত কাজ হচ্ছে মোর ভন্ডুল।
ঐ তো দেখছি তোমায়
দাঁড়িয়ে বারান্দায়
হাত দুটি উপরে
করে যাচ্ছ খোপা
মুঠো ভর্তি চুল।
সেই থেকে আজও অব্দি
তোমাকে ভেবে চলেছি দিবা রাত্র
তোমার জন্য থাকতে পারি
ঘুমুতে, খেতে পারি যত্রতত্র
এক নিমিষেই
প্রেমের ত্রাস ছড়িয়ে দিতে পারি সর্বত্র ।
ভেতর ঘরে নিজেকে দেখছ আয়নায়
এই তো খসে পড়লো আঁচল
হায়! খোদা
ইস! তুমি কি অপরুপা
বেখবর এর ভীড়ে
আমার তো খবর হয়ে যায় !
বিছানার নরম বালিশে ঠেসে ধরেছ
বর্তুলাকার স্তন
বালিশ হতে ইচ্ছে করছে
মানব জন্ম বৃথা লাগছে হায় !
তোমাকে শুনতে পাচ্ছি
দেখতে পাচ্ছি
ছুঁতে পারছি না
বড্ড কষ্ট হচ্ছে মেয়ে
তুমি ছাড়া
এ অসুখ কিছুতেই ছাড়ছে না
পুরুষ হলে বুঝতে
প্রেমের সে কি যন্ত্রণা !
০৯ জানুয়ারি ২২।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৬