
আমি দূর হতে তোমাকে দেখে চলেছি
যদিও দূরত্ব আনুমানিক মিটার কুড়ি
তবুও খুব কাছে আছি
টের পাওনি তুমি
একটা ছাল - বাকল, পাতাহীন
ন্যাংটো বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছি
অথবা
বলতে পারো একটা ছায়া মুর্তি
যার কোন জীবন নেই।
ঐ তো দেখছি তোমায়
কাপড় মেলে দিচ্ছ
ঝুল বারান্দার
এ মাথায় ও মাথায়
পড়নে প্রিন্টের সালোয়ার
ভিজে চুল
ভিজে তোয়ালে
যেমন টা সদ্য ফোটা গোলাপে গলে শিশির
তেমনি তুমি ভিজে আছো
শুকিয়ে নিচ্ছ নিজেকে দুপুরের
একপেশে রোদে।
বুকের ওড়না ঠিক করে নিচ্ছ
এদিক ওদিক দেখছ
যে চাহনিতে পাপ নেই
আফসোস!
সে দৃষ্টিতে আমি নেই।
অথচ
আমি দূর হতে
তোমার অনেক কাছে চলে আসি
ঐ তো দেখছি
তোমার চোখে আলোর ঝলকানি
নতুন নতুন স্বপনের হাতছানি
যেন কোন ব্যস্ত স্টেশনে দাঁড়িয়ে
সারি সারি গাড়ি।
আমি দূর হতে তোমার চিবুক ছুঁয়ে
বুকে নেমে আসি
মরণ খেলায় মেতে আছি
তুমি টের পাওনি আজও অব্দি
তুমি জানতে চাওনি
দুরত্ব ঠিকই জানে
কি বিষে মরছি !
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


