
তোমাকে ছুঁতে পারছি না
তোমাকে কইতে ও পারছি না
খুব কষ্ট হয়
চেনা গন্ডির বাইরে পা বাড়াতে
ইচ্ছে হয়।
এ জীবনের হয় না শেষ
যদি থাকো পাশে
যদি হয় প্রেম
যদি ঠোঁটে ঠোঁটে ফের বরষা হয়।
তোমাকে ছাড়তে পারছি না
তোমাকে কাছে রাখতে পারছি না
খুব কষ্ট হয়
তোমাকে তোমাকে করে
সকাল, সন্ধ্যা, রাত হয়
ভেতর ঘরে হাজার কবিতা রচিত হয়।
তোমাকে কেন যে দেখলাম
এখন তো ক্ষুধার্ত বাঘের সামনে দাঁড়াতে
এক বিন্দু লাগে না ভয়
প্রেম তুমি
সাহস তুমি
চুম্বনে চুম্বনে তুমি
কৃষ্ণচুড়ার লাল তুমি
তুমি, তুমি করে আজ জীবন ক্ষয়।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ রাত ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




