
আপনার হৃদয়ে প্রেম আসেনি মনে হয়; আপনি যা লেখেন, এগুলো কেমন যেন জীবনের কবিতা নয়। ইহা শ্রদ্ধেয় মুরুব্বি গাজী সাহেবের উক্তি।
তাই আজ জীবনের সাথে জড়িত অমন কিছু অনু কবিতা দিলাম। বেয়াদবি নিয়েন না মুরুব্বি।
কোমড়ে নাই শক্তি
হারবালেই নাকি এ শতকে মুক্তি !
মাইয়া, তোমার কাছে সেই সেরা
সহজে খুলে নেয় যে প্যান্টি ব্রা।
ভেতর যাহার পঁচা
ঘটনা সত্য আসলেই সে ধ্বজা।
চুপ চুপ অনামিকা চুপ
উচিত বলোনা
সরকার জেনে গেলে
আস্ত রাখবো না।
ভালোবাসা পেতে
ভালো বাসা থাকা লাগে।
ইদানীং ব্যাথা পাই মনে
কেউ শোনে না তাই কানে।
থাকনা থাকনা
সামান্য ব্যাথা বেদনা
হাসন রাজা দর্পনে দেখে
তার সমস্ত বাল পাকনা !
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



